কলকাতা, 6 মার্চ: পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections 2023) তৃণমূলের লক্ষ্য মহিলা ভোট । তাই আন্তর্জাতিক নারী দিবসে (International Women's Day) 10 হাজার মহিলার বাড়িতে পৌঁছাতে চাইছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । সেখানে পৌঁছে জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করবে ঘাসফুলের নেতৃত্ব । মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার কী কী করেছে, সেটা তুলে ধরাই ঘাসফুল শিবিরের আসল উদ্দেশ্য ৷
তবে প্রত্যেক বছরই নারী দিবসে রাজ্যজুড়ে বড় কর্মসূচি গ্রহণ করে রাজ্যের শাসক দল । সারা রাজ্যের পাশাপাশি কলকাতাতেও একটা কেন্দ্রীয় কর্মসূচির আয়োজন করা হয় । এবারও তার ব্যতিক্রম হচ্ছে না । এবারও শাসক দলের মহিলা শাখার তরফ থেকে কর্মসূচি নেওয়া হয়েছে ৷ কিন্তু ওই দিন 10 হাজার বাড়িতে পৌঁছে মহিলাদের মুখোমুখি হওয়াই তৃণমূল মহিলা কংগ্রেসের মূল লক্ষ্য ৷
এমনিতেই এই মুহূর্তে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি চলছে রাজ্যজুড়ে । এই কর্মসূচিতে তৃণমূল কর্মীরা সরাসরি বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে যে বিভিন্ন প্রকল্প রাজ্য সরকারের রয়েছে, তা নিয়ে কথা বলছেন তাদের অভাব-অভিযোগ শুনছেন এবং লিপিবদ্ধ করে তা দলের কাছে জানাচ্ছেন । তার সঙ্গেই আন্তর্জাতিক নারী দিবসে এই মহিলাদের সঙ্গে সংযোগস্থাপনের আলাদা কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ।
তিনি বলেন, ‘‘ইতিমধ্যেই দিদির সুরক্ষা কবচ কর্মসূচি চলছে আমাদের রাজ্যে । বাংলার মেয়েরা যে দিদির শাসনে সুরক্ষিত, এ কথা বলার অপেক্ষা রাখে না । সেই কারণেই আমরা একটি শুভেচ্ছা পত্র নিয়ে আগামী 8 মার্চ অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবসের দিন 10 হাজার বাড়িতে পৌঁছে যাব ৷ দলের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই সরকার মহিলাদের জন্য কী কাজ করেছে বা অন্যান্য রাজ্যের তুলনায় এই রাজ্যকে মহিলাদের জন্য সুরক্ষিত কেন বলা হচ্ছে, তার কারণ ব্যাখ্যা করব ।’’