পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লোকসভা নির্বাচনের আগে রদবদল, ব্লকস্তরের সভাপতিদের নতুন তালিকা প্রকাশ তৃণমূলের

Mamata Banerjee: দলের ব্লকস্তরে সাংগঠনিক রদবদল করল তৃণমূল ৷ বুধবার রাতে ব্লকস্তরের সভাপতিদের তালিকা প্রকাশিত হয়েছে ৷

By ETV Bharat Bangla Team

Published : Jan 18, 2024, 9:52 AM IST

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 18 জানুয়ারি: লোকসভা নির্বাচনের আগে দলের সাংগঠনিক রদবদলে জোর দিল তৃণমূল ৷ এমনিতেই প্রশাসনিক স্তরে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার দলীয় স্তরেও কড়া পদক্ষেপ করলেন তৃণমূল সুপ্রিমো ৷ বিভিন্ন অভিযোগ উঠেছে এমন নেতা এবং নিষ্ক্রিয়দের একাংশকে সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে দিল দল ৷

বুধবার রাতে তৃণমূলের সাংগঠনিক রদবদলের পর ব্লক স্তরের তালিকা প্রকাশিত হয়েছে ৷ সেই তালিকা থেকে বাদ পড়েছেন অনেক নেতাই ৷ তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ৷ বিশেষত দলীয় পদে থেকেও সেই সভাপতিরা নিষ্ক্রিয় ৷ তাঁদের সরানো হল ৷ লোকসভা নির্বাচনের আগে শাসকদলের এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশ ৷

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনক্রমে রাজ্যের একাধিক সাংগঠনিক জেলার ব্লক সভাপতিদের বদল করা হল ৷ এদিন যে যে জেলার ব্লক সভাপতিদের বদল করা হয়েছে তার মধ্যে রয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া বিষ্ণুপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, জঙ্গিপুর, বহরমপুর, মেদিনীপুর, তমলুক, কাঁথি, রানাঘাট, মালদহ, ঝাড়গ্রাম, হাওড়া গ্রামীন ও শহরতলি, হুগলি-শ্রীরামপুর এবং ঘাটাল ৷

দলীয় সূত্রে জানা গিয়েছে, ব্লক স্তরে এই রদবদলের আগে জেলার সাংসদ, বিধায়ক এবং জেলা সভাপতিদের সঙ্গে কথা বলে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই রদবদলের ফলে তৃণমূলের অভ্যন্তরীণ বিক্ষোভ বাড়বে কি না, সেটাই দেখার ৷

এদিকে গতকাল নবান্ন থেকে সরকারি আধিকারিকদের কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সূত্রের খবর, আধিকারিকরা কাজে ঢিলেমি দিলে, সরকার বরখাস্তের মতো চরম সিদ্ধান্তও নিতে পারে ৷ অভিযোগ উঠেছে, দুয়ারে সরকার প্রকল্প শেষ হয়ে গিয়েছে ৷ তাও অনেক জায়গায় আমজনতা সরকারি প্রকল্পের সুবিধে পায়নি ৷ এর জন্য সরকারি আধিকারিকদের দিকেই অভিযোগের আঙুল উঠেছে ৷ আর সেই কারণেই আধিকারিকদের নিয়ে কড়া অবস্থান স্পষ্ট করেছেন মমতা ৷

আরও পড়ুন:

  1. 'কাজে ঢিলেমি বরদাস্ত নয়', সরকারি আধিকারিকদের কড়া বার্তা মমতার
  2. মুখ্যমন্ত্রীর কর্মসূচির পালটা 22 জানুয়ারি 'অরাজনৈতিক' মিছিল শুভেন্দুর
  3. 20 জানুয়ারি থেকে বুথ স্তরে নতুন কর্মসূচি ঘোষণা মমতার

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details