কলকাতা, 18 জানুয়ারি: লোকসভা নির্বাচনের আগে দলের সাংগঠনিক রদবদলে জোর দিল তৃণমূল ৷ এমনিতেই প্রশাসনিক স্তরে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার দলীয় স্তরেও কড়া পদক্ষেপ করলেন তৃণমূল সুপ্রিমো ৷ বিভিন্ন অভিযোগ উঠেছে এমন নেতা এবং নিষ্ক্রিয়দের একাংশকে সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে দিল দল ৷
বুধবার রাতে তৃণমূলের সাংগঠনিক রদবদলের পর ব্লক স্তরের তালিকা প্রকাশিত হয়েছে ৷ সেই তালিকা থেকে বাদ পড়েছেন অনেক নেতাই ৷ তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ৷ বিশেষত দলীয় পদে থেকেও সেই সভাপতিরা নিষ্ক্রিয় ৷ তাঁদের সরানো হল ৷ লোকসভা নির্বাচনের আগে শাসকদলের এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশ ৷
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনক্রমে রাজ্যের একাধিক সাংগঠনিক জেলার ব্লক সভাপতিদের বদল করা হল ৷ এদিন যে যে জেলার ব্লক সভাপতিদের বদল করা হয়েছে তার মধ্যে রয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া বিষ্ণুপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, জঙ্গিপুর, বহরমপুর, মেদিনীপুর, তমলুক, কাঁথি, রানাঘাট, মালদহ, ঝাড়গ্রাম, হাওড়া গ্রামীন ও শহরতলি, হুগলি-শ্রীরামপুর এবং ঘাটাল ৷