পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Release Municipalities Candidate List : নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হতেই 107 পৌরসভায় প্রার্থীতালিকা প্রকাশ তৃণমূলের - Trinamool announces the candidates list in 107 municipalities

পৌরসভা নির্বাচনের প্রার্থীতালিকা প্রকাশ তৃণমূলের (Municipal Election Candidate List of TMC) ৷ শুক্রবার সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় 107টি পৌরসভার প্রার্থী তালিকা ঘোষণা করেন ৷

TMC Release Municipalities Candidate List
প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল

By

Published : Feb 4, 2022, 5:07 PM IST

Updated : Feb 4, 2022, 5:33 PM IST

কলকাতা, 4 জানুয়ারি : গতকালই 108টি পৌরসভার নির্বাচনের দিন ঘোষণা করেছিল রাজ্য নির্বাচন কমিশন ৷ ভোটের দিন ঘোষণার পরদিনই প্রার্থীতালিকা ঘোষণা করল রাজ্যের শাসকদল ৷ দার্জিলিং ছাড়া বাকি 107টি পৌরসভার প্রার্থীতালিকা শুক্রবার সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (TMC Release Municipalities Candidate List)। এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও চন্দ্রিমা ভট্টাচার্য ।

উল্লেখযোগ্যভাবে এবছরে কোনও বিধায়ককে প্রার্থী করেনি দল । একইসঙ্গে একই পরিবারের একাধিক সদস্যকেও প্রার্থী পদে অনুমোদন দেওয়া হয়নি ৷ তার বদলে নতুন মুখদের প্রার্থীতালিকায় প্রাধান্য দেওয়া হয়েছে ।

এই বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "নতুনদের সুযোগ দেওয়া হয়েছে এবারের পৌরসভা নির্বাচনে । নবীন-প্রবীণের সমন্বয়ে তালিকা তৈরি করা হয়েছে । কোনও বিধায়ক নেই প্রার্থীতালিকায় । একই পরিবারের একাধিক ব্যক্তিকেও সুযোগ দেওয়া হয়নি । কারণ সকলকে তো সুযোগ দেওয়া যায় না । সকলেই তো আর ফার্স্ট বয় হতে পারে না ।"

তবে যাঁরা টিকিট পাননি, তাঁদের উদ্দেশ্যে তৃণমূলের মহাসচিবের স্পষ্ট বার্তা, "এই প্রার্থী তালিকা মেনেই ভোট হবে ৷ কোনও কোন্দল বরদাস্ত করা হবে না ৷ যাঁরা এবারে টিকিট পেলেন না, তাঁরা সকলেই দলে রয়েছেন । দলের জন্য কাজ করবেন । পরবর্তীতে আবারও সুযোগ আসবে ।"

আরও পড়ুন :Bankura CPIM leader joins TMC: সোনামুখী পৌরসভার দাপুটে সিপিএম নেতা এবার তৃণমূলে

মহিলা প্রার্থীদের ক্ষেত্রে খুব একটা বদল করা হয়নি । 108টি পৌরসভার মধ্যে একমাত্র দার্জিলিংয়েই প্রার্থী তালিকা ঘোষণা করেনি দল ৷ তবে আলোচনা করার পর খুব শীঘ্রই সেখানকার প্রার্থীতালিকা ঘোষণা করা হবে বলে জানান পার্থ চট্টোপাধ্যায় ।

প্রসঙ্গত, এক ব্যক্তি এক পদ এই নীতিকে গুরুত্ব দিয়েই তৃণমূল প্রার্থীতালিকা প্রকাশ করেছে ৷ বিভিন্ন ওয়ার্ড মিলিয়ে তালিকায় প্রায় তিন হাজার প্রার্থী রয়েছে বলে জানান পার্থ চট্টোপাধ্যায় । তাঁর কথায়, "প্রার্থীতালিকা চূড়ান্ত করতে প্রশান্ত কিশোরের সংস্থার মতামত নেওয়া হয়েছে । সর্বস্তরে আলোচনা করেই এই প্রার্থীতালিকা করা হয়েছে । এখানে মতভেদের কোনও জায়গা নেই ৷"

একই সঙ্গে পার্থবাবু প্রার্থীদের সাবধান করে দিয়ে বলেন, "এমন কোনও কাজ কেউ করবেন না যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তায় আঘাত লাগে । এমনকি দলের তরফে যাঁকে প্রার্থী ঠিক করা হয়েছে তাঁকেই সমর্থন করতে হবে ৷"

এক্ষেত্রে কলকাতা পৌরভোটের মতোই নির্দল প্রার্থীদের যে-কোনওভাবে মেনে নেওয়া হবে না তা বুঝিয়ে দেন দলীয় নেতৃত্বরা ৷
প্রসঙ্গত, রাজ্যে 108টি পৌরসভায় ভোট হওয়ার কথা আগামী 27 ফেব্রুয়ারি । 9 ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন । মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 12 ফেব্রুয়ারি ।

আরও পড়ুন :WB Civic Poll 2022 : রাজ্যের বাকি 108 পৌরসভায় ভোট 27 ফেব্রুয়ারি, বিজ্ঞপ্তি জারি কমিশনের

Last Updated : Feb 4, 2022, 5:33 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details