কলকাতা, 17 মার্চ: দুর্নীতিতে কোনঠাসা অবস্থা থেকে বেরতে উন্নয়নই হাতিয়ার তৃণমূল কংগ্রেসের (TMC's Lok Sabha Target)৷ কালীঘাটের বৈঠকের পর সেই বার্তাই দিলেন দলের শীর্ষ নেতৃত্ব ৷ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সরকারের আমলে উন্নয়নের খতিয়ান ঘরে ঘরে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানালেন দলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ দলের শীর্ষ নেতাদের বার্তা, পঞ্চায়েত নয়, তৃণমূলের মূল লক্ষ্য হল আসন্ন লোকসভা নির্বাচন ৷
পঞ্চায়েত ভোটের আগে কালীঘাটে বৈঠক ছিল তৃণমূলের । সেই বৈঠকের পর আরও আত্মবিশ্বাসী হিসেবে দেখা গেল তৃণমূল নেতা-মন্ত্রীদের । তাঁদের বক্তব্য, রাজ্যের উন্নয়নই সব প্রশ্নের উত্তর দেবে । এই বৈঠকের পর তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন,"বিজেপি-কংগ্রেস-সিপিএম হাত মিলিয়ে তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত করছে । যে চক্রান্ত করা হচ্ছে, যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে, তৃণমূল তা গ্রহণ করছে ৷ তৃণমূল দেখিয়ে দেবে যে, বাংলা তৃণমূলের ।"
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দলের নেতাদের একটি বই দিয়েছেন বলে জানান কুণাল ৷ সেই বইয়ে রাজ্যজুড়ে বর্তমান সরকারের উন্নয়নের খতিয়ান লেখা রয়েছে ৷ সেই বই নিয়েই উন্নয়নের প্রচারে দলের নেতা-কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায় ময়দানে নেমে পড়ার নির্দেশ দিয়েছেন বলে জানালেন কুণাল ঘোষ ৷