পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবার "উৎসব নয়", শুধু পুজো ত্রিধারা সম্মিলনীতে - কলকাতা

ত্রিধারা সম্মিলনী ৷ দক্ষিণ কলকাতার নামকরা পুজোর মধ্যে একটি ৷ থিমের দৌড়ে বড় বড় পুজোগুলির সঙ্গে টক্কর দেয় প্রতিবছর ৷ তবে এইবছরটা আলাদা ৷ থাকছে না কোনও থিম ৷ তাই এবার ত্রিধারা বলছে, 'এই অকালে বোধন থাক, উৎসব নয় ৷'

ছবি
ছবি

By

Published : Oct 15, 2020, 2:33 PM IST

Updated : Oct 15, 2020, 5:14 PM IST

কলকাতা, 15 অক্টোবর : সংক্রমণের মধ্যেও নিয়মরক্ষা করেই হবে দুর্গাপুজো ৷ প্রতি বছরই নতুন নতুন ভাবনায় তৈরি দুর্গাপুজোর মণ্ডপ ও প্রতিমা দেখতে মানুষের ঢল নামে দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনীতে। কিন্তু, এই বছর সেই ভিড় এড়ানোর লক্ষ্যেই দুর্গোৎসব নয়, শুধু দুর্গা মায়ের পুজো হবে এখানে। অতি সাধারণ একটি মণ্ডপ তৈরি হচ্ছে। যা রাস্তায় পথচলতি মানুষ, গাড়িতে চড়ে যাওয়া মানুষ অতি সহজেই দেখে চলে যেতে পারবেন। উৎসব? সে না হয় পরের বছরের জন্য তোলা থাক। এমনই মনোভাব ত্রিধারার পুজো উদ‍্যোক্তাদের।

চলতি বছর 74তম বর্ষে পা দিল ত্রিধারা সম্মিলনীর দুর্গোৎসব । তবে থাকছে না কোনও থিম ৷ ত্রিধারা সম্মিলনী বলছে, 'এই অকালে বোধন থাক, উৎসব নয় ৷' থিমবিহীন দুর্গাপুজোর সিদ্ধান্তের পিছনের কারণ নিয়ে ত্রিধারা সম্মিলনীর মিডিয়া কো-অর্ডিনেটর গার্গী মুখোপাধ্যায়ের বক্তব্য, "এবছর আমাদের বোধহয় একটু অন্যভাবে ভাবতে হচ্ছে । কারণ সবার আগে মানুষের কথা ভাবাটাই সবথেকে বেশি প্রয়োজন । আজকের দিনে দাঁড়িয়ে এই যে কোরোনার সমস্যা চলছে, ট্রমাটা চলছে, প্রত্যেকের মনেই একটা আতঙ্ক। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় প্রত্যেকেরই, মানবিকতার দিক থেকেও যদি ভাবি তাহলে বোধহয় এই বছরটা অন্তত একটু ছোটো করে সবকিছু করাটাই ভালো। সেই জায়গায় আমাদের ত্রিধারা প্রথম থেকেই সিদ্ধান্ত নিয়েছিল যে, আমাদের মুখ্যমন্ত্রীর থেকে যে নির্দেশিকা আসবে সেটা শোনার পর আমরা যা সিদ্ধান্ত নেওয়ার নেব । কয়েকদিন হল আমাদের বাঁশ পড়েছে। একদম ছোট্ট একটি প্যান্ডেল তৈরি হচ্ছে। কোনও থিম, কোনও ভাবনা কিছু না। একদম সাধারণভাবে শুধু মায়ের পুজোটুকু নিষ্ঠাভরে করাটাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ।"

বাঙালির প্যান্ডেল হপিং-এর তালিকায় দক্ষিণ কলকাতার দুর্গাপুজো বলতেই তালিকায় ত্রিধারা সম্মিলনীর নাম থাকাটা অবশ্যম্ভাবী । এই বছর থিম পুজোর চাকচিক্য না থাকলেও মানুষ একবার হলেও ত্রিধারার মণ্ডপ দর্শন করতে চাইবেন হয়ত । তাই ভিড় এড়াতে যেমন ছোটো আকারে পুজো হচ্ছে, তেমনি মানুষ যাতে ঘরে বসেই ত্রিধারার মণ্ডপ দর্শন করতে পারেন তার জন‍্যেও ব‍্যবস্থা থাকছে । এই বিষয়ে গার্গী মুখোপাধ্যায় বলেন, "মানুষ যাতে বাড়িতে থেকে ভার্চুয়ালিও দেখতে পারেন সেই ব্যবস্থাও করছি । সন্ধিপুজোয় যাতে ভিড় না হয় বা অষ্টমীর অঞ্জলিটা বাড়িতে বসেই দেওয়া যায়, যেমন আপনি বাড়িতে আপনার ঠাকুরের পায়েই ফুল দেবেন, কিন্তু মন্ত্রটা বা ঠাকুরের যে মূল পুজোটা হচ্ছে সেটা আপনি বাড়িতে বসেই দেখতে পাবেন, শুনতে পাবেন, এই রকম নানা ব্যবস্থা করা হচ্ছে। এখন ডিজিটাল গ্রাউন্ডটা খুব স্ট্রং এবং এটার এখন দরকার আছে। প্রত্যেকেরই বাড়িতে বয়স্ক মানুষ আছে, ছোটো বাচ্চা আছে। তাঁরা চাইবেন এই ভিড়ভাট্টা এড়িয়ে চলতে। কারণ সামাজিক দূরত্বটা একটা বড় ফ‍্যাক্টর। আমরা চেষ্টা করব গোটা ব্যাপারটাই যাতে ক্যামেরা দিক দিয়ে বা ডিজিট‍্যালি সম্প্রচার করা যায়। অনেক কিছু করার ভাবনা মাথায় আছে। যাতে বাড়িতে বসেই মানুষ ত্রিধারার পুজোটা দেখতে পারে ।"

এবার নয় উৎসব, শুধু পুজোই করবে ত্রিধারা সম্মিলনী

তারপরও মানুষ দর্শনের জন্য এলে থাকছে প্রয়োজনীয় কোরোনা প্রতিরোধ সংক্রান্ত ব‍্যবস্থা । তা ছাড়া, মণ্ডপটি এমনভাবে করা হচ্ছে যাতে গাড়িতে যেতে যেতেও মানুষ সহজে দেখে নিতে পারেন প্রতিমাকে । এ প্রসঙ্গে গার্গী মুখোপাধ্যায় বলেন, " আমাদের ত্রিধারার সবথেকে ইতিবাচক দিক হচ্ছে, রাসবিহারী অ্যাভিনিউ থেকে মনোহরপুকুর রোড হয়ে গাড়িতে করেই বেরিয়ে যাওয়া যায় । সুতরাং, অন রোড গাড়িতে করেই দেখতে দেখতে বেরিয়ে যেতে পারেন। সেরকমও ব্যবস্থা থাকছে। আবার যারা পায়ে হেঁটে আসবেন তাঁরা রাস্তা দিয়েই দেখতে দেখতে চলে যাবেন। কোথাও ঢোকা, বেরোনোর ঝামেলা নেই। তার সঙ্গে টেম্পারেচার স্ক্রিনিং, স্যানিটাইজ়িংয়ের ব্যবস্থা, মাস্কের ব্যবস্থা থাকবে । আমরা মাস্কের মাস ডিসট্রিবিউশন করব, যাতে যাঁদের কাছে মাস্ক নেই তাঁরাও মাস্ক পরতে পারেন ।"

এই বছর কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই ছোটো করে পুজো করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিধারার উদ‍্যোক্তারা। জানা গেছে, প্রথমে খুঁটি পুজো করেই এই বছরের পুজো সারতে চেয়েছিলেন ত্রিধারা সম্মিলনীর সাধারণ সম্পাদক দেবাশিস কুমার। পরে মুখ‍্যমন্ত্রীর নির্দেশিকা আসার পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে ছোটো আকারে পুজো করার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী বছর ত্রিধারা সম্মিলনীর 75তম বর্ষে কোরোনা পরিস্থিতির উন্নতি ঘটলে উৎসব নয়, মহোৎসব হবে বলে জানাচ্ছেন পুজো উদ‍্যোক্তারা। গার্গী মুখোপাধ্যায় বলেন, "সবরকম নিয়ম মেনে, সমস্তদিক থেকে চেষ্টা করব যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা পুজোটা আনন্দে কাটাতে পারি। এটাই ত্রিধারার এবছরের মুখ্য উদ্দেশ্য। সামনের বছর যদি সবাই সুস্থ থাকি, ভালো থাকি অবশ‍্যই পুজো খুব সুন্দর করে, আরো ভালো করে, যেমন প্রতিবছর হয় সেই রকম মহোৎসব হবে। কিন্তু, এ বছর অন্তত শুধু মায়ের পুজোটাই থাক।"

Last Updated : Oct 15, 2020, 5:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details