কলকাতা, 14 অগস্ট: আলিপুর বোমা মামলায় ব্রিটিশ পুলিশ মুরারিপুকুরের বাড়ি থেকে বিপ্লবী উল্লাসকর দত্ত, বারিন ঘোষ-সহ 21 জনকে গ্রেফতার করেছিল 75 years of Independence by Imprinted Name Plate। স্বাধীনতা সংগ্রামীদের যে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল সেই বাড়ির অস্তিত্ব আজ আর নেই । তবে স্বাধীনতার 75 বছরে স্বাধীনতা সংগ্রামীদের গৌরবময় ইতিহাসকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে উদ্যোগ নিলেন স্থানীয় কাউন্সিলর অমল চক্রবর্তী । তৈরি করলেন বিপ্লবীদের নামে স্মৃতি ফলক ।
ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভারতীয় উপমহাদেশে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই আলিপুর বোমা মামলা । মুজফ্ফরপুরে বোমা মেরে তিনজনকে হত্যা করেছিলেন বিপ্লবী ক্ষুদিরাম বসু । তারপরেই এই মামলা । 32 নম্বর মুরারিপুকুর বাগান বাড়ি থেকে বোমার কারখানার খোঁজ পান ব্রিটিশ পুলিশ । 21 মে 1908 সালে এই মামলা শুরু হয় । 1909 সালের মে মাসে রায় ঘোষণায় উল্লাসকর দত্ত, বারীন ঘোষকে মৃত্যুদণ্ডর নির্দেশ দেওয় হয়েছিল । পরে আবেদনের ভিত্তিতে যাবজ্জীবন দ্বীপান্তরের নির্দেশ দেওয়া হয় ।