কলকাতা, 11 জানুয়ারি: ক্ষত স্থান বা পোড়া স্থান সারিয়ে তুলতে অনবদ্য কাজ করে প্লাসেন্টা (Placenta) ৷ বর্তমানে সাধারণত কেমিক্যাল এবং ওষুধের মাধ্যমে ক্ষত বা পোড়া জায়গার চিকিৎসা করা হয় । তবে প্লাসেন্টার মাধ্যমেও ক্ষত বা পোড়া জায়গা দ্রুত সারিয়ে তোলা সম্ভব । এর প্রমাণ মিলেছে গবেষণায় । এ বার তারই ট্রায়াল শুরু হতে চলেছে নীল রতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে ।
প্লাসেন্টা কী ? এটি হল গর্ভাশয়ের ভেতরে এক প্রকারের টিস্যু যেখান থেকে ডিম্বক সৃষ্টি হয় । যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃকোষে ভ্রূণ বড় হয়ে ওঠে, তার সঙ্গেই সমন্বয় সাধন করে থাকে প্লাসেন্টা । প্লাসেন্টাকে সামান্য প্রসেস করে তৈরি করা হবে অ্যামচোপ্লাস্ট (Amchoplast) ৷ তা ব্যবহার করেই ক্ষত স্থান দ্রুত সারিয়ে তোলা সম্ভব হবে ৷
পুরো ভারতে 5টি হাসপাতালে মোট 204 জনের উপর এই ট্রায়াল হবে । যার মধ্যে আমাদের রাজ্যে এনআরএস হাসপাতালে 30 জনের উপর হবে এই ট্রায়াল । ট্রায়ালের পদ্ধতি হিসেবে 68 জন করে 3 ভাগে ভাগ করা হয়েছে । 68 জনকে দেওয়া হবে বর্তমান স্ট্যান্ডার্ড কেয়ার । অপর 68 জনকে দেওয়া হবে নতুন প্লাসেন্টা পদ্ধতি । আর অপর 68 জনের উপর স্ট্যান্ডার্ড কেয়ারর পাশাপাশি প্রয়োগ করা হবে প্লাসেন্টা পদ্ধতি । পুরো ট্রায়ালের সময়সীমা হবে 4 সপ্তাহ । ট্রায়ালের জন্য ক্ষতস্থানের জায়গা 5 থেকে 10 বর্গ সেন্টিমিটার এবং গভীরতা হতে হবে 4 মিলিমিটার ।
আরও পড়ুন:এনআরএস-ট্রপিক্যাল মেডিসিনে ম্যালেরিয়ার নতুন ওষুধের ট্রায়াল শীঘ্রই
এ বিষয়ে নীলরতন সরকার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পীতবরণ চক্রবর্তী জানান, "এই প্লাসেন্টার সঙ্গে কিছু মিশিয়ে আমরা দেখছি যাতে ক্ষত স্থান দ্রুত সারিয়ে নেওয়া যেতে পারে । সেই ট্রায়ালই আমরা শুরু করছি ।" এ বিষয়ে ভ্যাকসিন ট্রায়াল ফেসিলিটেটর স্নেহেন্দু কোনার জানান, "প্লাসেন্টা মূলত ফেলে দেওয়া হয় । তবে এ বার ভারতের একটি কোম্পানি সেটা ব্যবহার করে ক্ষত স্থান সারিয়ে তোলার ভাবনা নিয়েছে । প্রথম ট্রায়ালে মোটামুটি ভালোই ফল হয়েছে । এ বার সরকারি হাসপাতালে শুরু হবে ট্রায়াল ।"