কলকাতা, 8 জুন:বর্তমানে লিভারের সমস্যা জর্জরিত রোগীর সংখ্যা ক্রমশই বাড়ছে । যে সমস্ত ব্যক্তিরা মাদকাশক্ত নয় তাদের মধ্যেও লিভারের সমস্যা দেখা যাচ্ছে । লিভারের সমস্যার মধ্যে সবথেকে পরিচিত নাম ফ্যাটি লিভার । এখনও পর্যন্ত এই রোগের নিদিষ্ট অনুমোদনপ্রাপ্ত কোনও ওষুধ নেই । চিকিৎসকদের মতে তাই লাইফস্টাইল পরিবর্তনই একমাত্র উপায়। তবে এবার নতুন ভাবনা আনছে এসএসকেএম । ডায়াসিলগ্লিসারল অ্যাসাইলট্রান্সফেরাসিস নামে ওষুধকে ঘিরে ইতিমধ্যেই পরীক্ষা শুরু হয়েছে এসএসকেএম হাসপাতালে ।
এই ফ্যাটি লিভার বা লিভারের মধ্যে মেদ জমার অন্যতম কারণ অতিরিক্ত তৈলাক্ত খাবার । তার মধ্যেই রেস্তোরার খাবার অন্যতম । সমীক্ষায় দেখা গিয়েছে এই লিভার সংক্রান্ত রোগে সারা বিশ্বে 4 জনের মধ্যে 1 জন ফ্যাটি লিভারের সমস্যায় ভোগেন । তা কমাতেই এবার নতুন ভাবনা এসএসকেএম-এর । ডায়াসিলগ্লিসারল অ্যাসাইলট্রান্সফেরাসিস ওষুধ নিয়ে ইতিমধ্যেই গবেষণা শুরু হয়েছে ৷ বিশ্বের বহু জায়গায় এর পরীক্ষা চলছে। কলকাতার মধ্যে এসএসকেএম হাসপাতাল এর মধ্যে অন্তর্ভুক্ত। আশার আলো দেখাচ্ছে কলকাতার অন্যতম সরকারি হাসপাতাল এসএসকেএম ।
আরও পড়ুন :পিজির পর কলকাতার বাকি হাসপাতালেও শুরু হল 'দুয়ারে ডাক্তার' পরিষেবা