পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গঙ্গাসাগর ও বইমেলা উপলক্ষ্যে বাড়ানো হচ্ছে বাস পরিষেবা, থাকছে অটোও - পরিবহণ

WB Transport Dept on Kolkata Book Fair and Gangasagar Mela 2024: আন্তর্জাতিক কলকাতা বইমেলা ও গঙ্গাসাগর মেলায় আগত যাত্রীদের সুবিধার্থে পরিষেবা বাড়াল পরিবহণ দফতর ৷

Etv Bharat
গঙ্গাসাগর ও বইমেলা উপলক্ষ্যে বাড়ানো হচ্ছে বাস পরিষেবা

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2024, 4:36 PM IST

কলকাতা, 11 জানুয়ারি: একদিকে শহরে শুরু হচ্ছে আন্তর্জাতিক বইমেলা, অন্যদিকে মকর সংক্রান্তিতে পুণ্যস্নানের জন্য লক্ষ লক্ষ পুণ্যার্থী যাবেন গঙ্গাসাগরে । তাই এই সময় যাতে মানুষকে বাসের জন্য অসুবিধায় না পড়তে হয় তার জন্য ব্যবস্থা নিয়েছে পরিবহন দফতর ৷ বুধবার এমনটাই জানিয়েছেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ।

বইমেলার জন্য বিশেষ পরিষেবা :

18 থেকে 21 জানুয়ারি পর্যন্ত সল্টলেকের করুণাময়ীতে চলবে আন্তর্জাতিক কলকাতা বইমেলা । যাত্রীদের সুবিধার্থে তাই অন্যান্য দিনের তুলনায় করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে ওই 6 দিন অনেক বেশি সংখ্যক বাস ছাড়বে ৷ বইমেলার কথা ভেবে অতিরিক্ত 200টি বাস দেওয়া হচ্ছে । যেগুলি করুণাময়ী স্টেশন থেকে যাবে শিয়ালদা স্টেশনে, হাওড়া স্টেশন, পর্ণশ্রী, শকুন্তলা পার্ক, ঠাকুরপুকুর, গড়িয়া, কামালগাজি, টালিগঞ্জ মেট্রো, বারাসত, বালি হল্ট, বারুইপুর, যাদবপুর, ব্যারাকপুর, সাঁতরাগাছি, উলটোডাঙা, রথতলা, বেলগাছিয়া, বারাসত ও ডানকুনি । মূলত এই জায়গাগুলোতে মেট্রোর সুবিধা নেই তাই বিশেষভাবে এখানে পৌঁছনোর জন্য ঘন ঘন বাস পরিষেবা থাকবে ৷ মেট্রো পরিষেবার পাশাপাশি বিকেল 3টে থেকে রাত 10টা পর্যন্ত বাস পাওয়া যাবে ।

এছাড়াও আপৎকালীন পরিস্থিতিতে যাতে দ্রুত পরিষেবা দেওয়া যায় তাই বেশ কিছু বাস রিজার্ভে রাখা হবে । পাশাপাশি করুণাময়ী বাসস্ট্যান্ড পর্যন্ত থাকছে অটো পরিষেবা । তবে যাতে গতবারের মতো ভাড়া নিয়ে কোনও জটিলতা তৈরি না হয় তাই এবার আগে থেকেই অটোর ফেয়ার চার্ট টাঙিয়ে দেওয়া হবে বাসস্ট্যান্ডে । এবার সেখানে একটি হেল্পলাইন নম্বরও থাকবে । কোনও সমস্যা হলে যাত্রীরা ওই নম্বরে যোগাযোগ করতে পারবেন ।

এর পাশাপাশি বইমেলার জন্য বিশেষভাবে অ্যাপ ক্যাব পরিষেবা থাকছে । একটি নামজাদা বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থার সঙ্গে যৌথভাবে পরিষেবা দেওয়া হবে । সেই জন্য একটি নির্দিষ্ট স্ট্যান্ডও ঠিক করে দেওয়া হবে যেখান থেকে ওঠা নামা করতে পারবেন যাত্রীরা ।

গঙ্গাসাগর মেলার জন্য পরিবহণ ব্যবস্থা :

অন্যদিকে, 11 থেকে 17 জানুয়ারি পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা । এই মেলায় আগত পুণ্যার্থীদের জন্য এবার প্রায় আড়াই হাজার বাসের ব্যবস্থা করেছে পরিবহণ দফতর ৷ গঙ্গাসাগর মেলা চলার ক'দিন পুরো ব্যবস্থা মনিটরিং করতে পরিবহনমন্ত্রী থেকে শুরু করে পরিবহণ বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা সবাই গঙ্গাসাগরেই থাকবেন । এছাড়াও যাত্রী দর্শনার্থী এবং আগতদের নিরাপত্তার জন্য মেলা প্রাঙ্গণে তৈরি করা হয়েছে উচ্চ পর্যায়ের কন্ট্রোলরুম ৷ পুরো মেলার নজরদারির জন্য এখানে 24 জন আধিকারিক থাকবেন ৷

বাবুঘাট এবং হাওড়া স্টেশন থেকে টিকিট কাটা যাবে । একটি টিকিট দিয়েই লট থেকে কচুবেরিয়া পর্যন্ত পারাপার করা যাবে । গত বছরও এই ব্যবস্থা করা হয়েছিল । এছাড়াও নামখানা থেকে থাকছে 32টি ভেসেল, 100টি লঞ্চ, ছয়টি বার্জ দেওয়া হচ্ছে ৷ এছাড়াও থাকছে এয়ার অ্যাম্বুলেন্স । এছাড়াও থাকছে বহু বেসরকারি বাস । গঙ্গাসাগরে যাওয়ার জন্য হাওড়া স্টেশন, বাবুঘাট এবং ধর্মতলায় বিশেষ টিকিট কাউন্টারের ব্যবস্থা রাখা হচ্ছে ।

আউট্রাম ঘাট ও কালীঘাট থেকে 10টি ট্যুরিস্ট বাসের ব্যবস্থা রাখা হচ্ছে । একটি বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থা এবং পরিবহণ দফতরের যৌথ উদ্যোগে আউট্রাম ঘাটে একটি প্রিপেইড ট্যাক্সি বুথ করার উদ্যোগ নেওয়া হয়েছে ৷ এখান থেকে হলুদ ট্যাক্সি ও অ্যাপ ক্যাব পরিষেবা পাওয়া যাবে । এছাড়াও গঙ্গাসাগরের পুণ্যার্থীদের জন্য শিয়ালদা ডিআরএম-কে অতিরিক্ত ট্রেন চালানোর আবেদনপত্র পাঠানো হয়েছে বলে জানান মন্ত্রী । শিয়ালদা-নামখানা সেকশনে অতিরিক্ত ট্রেন পরিষেবা দেওয়া আবেদন করা হয়েছে ।

হাওড়া স্টেশন থেকে লট 8 হয়ে কচুবেড়িয়া পর্যন্ত যাওয়ার জন্য 145 টাকা ভাড়া ঠিক করা হয়েছে । পাশাপাশি বাবুঘাট থেকে লট 8 হয়ে কচুবেড়িয়া পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে 140 টাকা ঠিক করা হয়েছে । ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের পক্ষ থেকে অতিরিক্ত 2টি ট্যুরিস্ট বাসের ব্যবস্থা রাখা হয়েছে । ঠিক একইভাবে 70টি বেসরকারি ভেসেল থাকছে । অল ইন্ডিয়া বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় জানিয়েছেন যে, গঙ্গাসাগর মেলায় কচুবেড়িয়া থেকে সাগর পর্যন্ত 218টি বাস চলাচলের জন্য ওপারে যাওয়া শুরু করেছে । সংগঠনের পক্ষ থেকে দক্ষিণ 24 পরগনা জেলার একটি টিম সাগরে আজ থেকে 17 জানুয়ারি পর্যন্ত থাকবে ।

আরও পড়ুন :

  1. প্লাসটিক-বর্জনে তৎপরতা থাকলেও গঙ্গাসাগরে বায়ুদূষণ নিয়ে উদাসীন প্রশাসন
  2. গঙ্গাসাগর মেলা নিয়ে বৈঠক জেলাশাসকের, পুণ্যার্থীদের সব জানাবে কিউআর কোড
  3. গঙ্গাসাগর মেলার নিরাপত্তা খতিয়ে দেখলেন মন্ত্রী সুজিত বসু

ABOUT THE AUTHOR

...view details