পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্রিজের হাল ফেরাতে চাই স্বাস্থ্য পরীক্ষা, অগাস্টে টানা চারদিন বন্ধ শিয়ালদা ফ্লাইওভার !

KMDA ও ব্রিজ় মনিটরিং সেলের তরফে কলকাতা ট্র্যাফিককে ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রস্তাব দেওয়া হয় ৷ সেই মতো 15-18 অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদা ফ্লাইওভারের যান চলাচল ৷

ফাইল ফোটো

By

Published : Jul 24, 2019, 5:36 PM IST

Updated : Jul 24, 2019, 6:15 PM IST

কলকাতা, 24 জুলাই : স্বাস্থ্য পরীক্ষার জন্য 15-18 অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদা ফ্লাইওভারের যান চলাচল ৷ KMDA ও ব্রিজ় মনিটরিং সেলের তরফে কলকাতা ট্র্যাফিককে ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রস্তাব দেওয়া হয় ৷ আজ প্রস্তাবে অনুমোদন দেয় কলকাতা ট্র্যাফিক ৷ ব্যস্ততম ফ্লাইওভারটি চারদিন বন্ধ থাকলে ব্যাপক যানজটের আশঙ্কা রয়েছে ৷ তবে কোন পথে গাড়ি ঘোরানো হবে তার পরিকল্পনা করছে কলকাতা ট্র্যাফিক ৷

এই বিষয়ে কলকাতা পুলিশের DC ট্র্যাফিক বলেন, "এখনও পর্যন্ত আমাদের লিখিত কোনও প্রস্তাব দেওয়া হয়নি ৷ 15 তারিখ বিকেলের পর থেকে 18 তারিখ পর্যন্ত যান চলাচল বন্ধের কথা বলা হয়েছে ৷ তবে সেই দিনগুলিতে কোন পথে গাড়ি ঘোরানো হবে তার পরিকল্পনা এখনও পর্যন্ত করা হয়নি ৷ প্রস্তাব পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হবে ৷ "

Last Updated : Jul 24, 2019, 6:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details