কলকাতা, 21 জুন : ওভারলোডিং বন্ধে কড়াকড়ি শুরু করল রাজ্য প্রশাসন ৷ এবার থেকে সারপ্রাইজ ভিজিট ও আচমকা রেইড করে ওভারলোড রুখবে বলে জানিয়েছে রাজ্য পরিবহণ দফতর ৷ আজ পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম জেলাশাসকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন ৷ বৈঠকে তিনি বলেন, "অবিলম্বে ট্রাকে ওভারলোডিং বন্ধ করতে হবে ৷"
জেলাশাসকদের তিনি আরও বলেন, ‘‘বালি খাদান ও অন্যান্য জায়গায় যেখান থেকে লোডিং হয় সেই সমস্ত জায়গায় সারপ্রাইজ ভিজিট করতে হবে ৷ প্রয়োজনে সারপ্রাইজ রেইড করতে হবে ৷" যেসমস্ত আধিকারিকরা এই ওভারলোডিংয়ের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকবেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি কড়া বার্তা দেন ৷ প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে ভিজিলেন্স গঠনের কথাও বলেন পরিবহণ মন্ত্রী ৷