কলকাতা, 30 অগস্ট: কথা ছিল দুর্গাপুজোর আগেই খিদিরপুর থেকে ধর্মতলা পর্যন্ত আবার দৌরবে ট্রাম । অন্তত তেমনটাই কথা দিয়েছিলেন আগের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তবে এই বিষয়টি এখনও ভাবনা চিন্তার স্তরেই রয়েছে বলে জানিয়েছে রাজ্য পরিবহণ দফতর । স্বাভাবিকভাবেই রুটটি পুনরায় চালু করার সদিচ্ছা নিয়ে উঠছে প্রশ্ন ।
আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত দুটি ট্রাম রুট আবার চালু করা হবে বলে জানিয়েছিল রাজ্য পরিবহণ দফতর (Transport Department) । আগের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, দুর্গা পুজোর আগেই চালু করা হবে খিদিরপুর-এসপ্ল্যানেড এবং বিধাননগর-রাজাবাজার ট্রাম রুট ।
2020 সালের আমফান ঘূর্ণিঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল শহরের প্রায় সবকটি রুটের তারগুলি । সেগুলি আবার মেরামত করে ইতিমধ্যেই চালু করা হয়েছে দুটি রুট গড়িয়াহাট-এসপ্ল্যানেড ও টালিগঞ্জ-বালিগঞ্জ । 36 নম্বরের মতো ঐতিহ্যশালী ও অতি জনপ্রিয় ট্রাম রুটটি চালু করার বিষয় বর্তমান পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Transport minister Snehasish Chakraborty) বলেন, "এটা আমি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলে দেখি কি করা যায় ।"