কলকাতা, 16 মে: চড়া কমিশন কাটার পাশাপাশি আইডি ব্লক ৷ চরম সমস্যায় জর্জরিত অ্যাপ ক্যাব চালক এবং মালিকরা ৷ তাই অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে নতুন করে আবারও একটি চুক্তি তৈরির নির্দেশ দিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। অ্যাপ ক্যাব নিয়ে এরাজ্যে সমস্যা বহুদিনের ৷ একদিকে চালক ও মালিক অন্যদিকে যাত্রী অসন্তোষ ৷ সমস্যা যেন মিটছে না কিছুতেই ৷ বিভিন্ন অ্যাপ ক্যাব সংগঠন এবং সংস্থাগুলির মধ্যে মন্ত্রীর মধ্যস্থতায় একাধিকবার বৈঠক হলেও কোনও কাজ হয়নি। সমস্যার সমাধান না-হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানিয়েছে অ্যাপ ক্যাব মালিক ও চালকদের সংগঠন ৷
সম্প্রতি পরিবহণ মন্ত্রীর উপস্থিতিতে দুই পক্ষ আবারও বসেছিল বৈঠকে। এই আলোচনায় কমিশনের পাশাপাশি আরও যে বিষয়টি উঠে এসেছে তা হল সংস্থার ইচ্ছে মতো আইডি ব্লক করে দেওয়া। অন্তত এমনটাই অভিযোগ তুলেছে সংগঠনগুলি। একাধিক চালকের আইডি ব্লক হয়ে রাখা হয়েছে দীর্ঘ দুই-তিন কিংবা চার বছর ধরে ৷ তাই চালকদের কমিশনের হার বৃদ্ধির পাশাপাশি এই আইডি ব্লক করার প্রতিবাদেও সরব হয়েছে অ্যাপ ক্যাব চালক এবং মালিক সংগঠন । সমস্যা সমাধানে, সংস্থাগুলিকে একটি চুক্তি তৈরি করার কথা বলা হয়েছে রাজ্যের পরিবহণ মন্ত্রীর তরফে ।
সূত্রের খবর, এই চুক্তিতে কমিশন থেকে শুরু করে চালক ও মালিকদের আইডি ব্লক কোন কোন ক্ষেত্রে করা হবে এবং সেই ব্লকের মেয়াদ কতদিন পর্যন্ত হবে সেই সবের উল্লেখ করতে বলা হয়েছে ৷ এই চুক্তিটি পরিবহণ দফতরের অনুমতি সাপেক্ষেই বলবৎ করা হবে বলে জানানো হয়েছে । এই বৈঠকের পরেই অ্যাপ ক্যাব সংগঠনগুলির পক্ষ থেকে কোন কোন চালকদের কবে থেকে আই ডি ব্লক করে রাখা হয়েছে সেই বিস্তারিত তালিকা পাঠানো হয়েছে সংস্থাগুলির কাছে ।