পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Gariahat Money Recovery: পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক কারণে এক কোটি টাকা পাচার ? তদন্তে কলকাতা পুলিশের এসটিএফ - Kolkata Police STF

গড়িয়াহাটে টাকা উদ্ধারের (Gariahat Money Recovery) ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (Kolkata Police STF)৷ তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে ৷

Money Recovery ETV Bharat
টাকা উদ্ধার

By

Published : Feb 10, 2023, 10:39 AM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি: বৃহস্পতিবার গড়িয়াহাট রোডে মুক্তি ওয়ার্ল্ডের পাশেই একটি গাড়ি থেকে নগদ এক কোটি টাকা উদ্ধারের (Gariahat Money Recovery) ঘটনায় এ বার গ্রেফতার হলেন গাড়ির মালিক নিশীথ রায় ৷ তাঁকে ইতিমধ্যেই জেরা শুরু করেছেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা (Kolkata Police STF)।

মোট গ্রেফতার তিনজন: এই নিয়ে এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা মোট বেড়ে দাঁড়াল তিনজন । গতকাল রাতে ঘটনাস্থল থেকেই দুজনকে গ্রেফতার করেন এসটিএফ-এর গোয়েন্দারা । তাঁদের নাম মুকেশ সরস্বত এবং দিলীপ মণ্ডল । ধৃত তিনজনকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবেন গোয়েন্দারা ।

টাকা পাঠানো হচ্ছিল বড়বাজারের ব্যবসায়ীকে: জানা গিয়েছে, যে গাড়ি থেকে এক কোটি টাকা উদ্ধার হয়েছে সেই গাড়িটি নিশীথ রায় নামে বাঙুর অ্যাভিনিউয়ের এক বাসিন্দার গাড়ি । তিনি পেশায় একজন ব্যবসায়ী । রাতভর লালবাজার সেন্ট্রাল লক-আপে এসটিএফ-এর গোয়েন্দারের জেরায় জানা গিয়েছে, বড়বাজারের কোনও ব্যবসায়ীর কাছে ওই এক কোটি টাকা পাঠানো হচ্ছিল এবং তার জন্য গড়িয়াহাটের মুক্তি ওয়ার্ল্ডের সামনের নির্জন জায়গাকে বেছে নেওয়া হয়েছিল ।

টাকা পাচারের কারণ খুঁজছেন গোয়েন্দারা: অভিযোগ, সেখানেই বড় বাজারের ব্যবসায়ীর হাতে এক কোটি টাকা তুলে দেওয়ার কথা ছিল । তবে এই এক কোটি টাকা কী জন্য পাচার হচ্ছিল, সেই সম্পর্কে এখনও বিস্তারিত কোনও তথ্য জানা যায়নি । এসটিএফ-এর গোয়েন্দাদের অনুমান, সামনেই পঞ্চায়েত নির্বাচন । আর নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক সমীকরণ থেকে থাকে । তার জন্যই কি এই বিপুল পরিমাণে টাকা হস্তান্তর হচ্ছিল ? নাকি এই ঘটনার নেপথ্যে রয়েছে হাওয়ালার যোগ ?

আরও পড়ুন:24 ঘণ্টার মধ্যে কলকাতায় ফের বিপুল টাকার হদিশ, উদ্ধার 1 কোটি টাকা

ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা: গোয়েন্দাদের অনুমান, ধৃত তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরা করলে একাধিক তথ্য পাওয়া যেতে পারে । পাশাপাশি বড়বাজারের যে ব্যবসায়ীর নাম ইতিমধ্যেই উঠে এসেছে, সেই ব্যবসায়ীর খোঁজ শুরু করেছেন গোয়েন্দারা ।

বালিগঞ্জ ও গড়িয়াহাটে টাকা উদ্ধারের ঘটনায় যোগ রয়েছে ? প্রসঙ্গত, গত বুধবার বালিগঞ্জে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরাও তল্লাশি অভিযান চালায় ৷ 10 ঘণ্টারও বেশি তল্লাশির পর উদ্ধার হয় এক কোটি 40 লক্ষ টাকা । জানা গিয়েছে, সেই টাকার সঙ্গে কয়লা পাচার কাণ্ডের যোগ রয়েছে । তবে বুধবার উদ্ধার হওয়া এক কোটি 40 লক্ষ টাকার সঙ্গে বৃহস্পতিবার গড়িয়াহাটে এক কোটি টাকা উদ্ধারের কোনও যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে লালবাজার সূত্রে খবর মিলেছে ।

ABOUT THE AUTHOR

...view details