কলকাতা, 14 জুন : আজ থেকে শহরে শুরু হতে চলেছে ট্রাম পরিষেবা। বালিগঞ্জ-টালিগঞ্জ রুটে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে ট্রাম। সামাজিক দূরত্ব মেনে ট্রামে যাতায়াত করতে হবে।
আজ থেকে টালিগঞ্জ-বালিগঞ্জ রুটে চলবে ট্রাম - kolkata Tram service
আজ (14 জুন) থেকে পুনরায় শুরু হচ্ছে ট্রাম পরিষেবা। টালিগঞ্জ-বালিগঞ্জ রুটে শুরু হবে ট্রাম পরিষেবা।
উল্লেখ্য, লকডাউনের জেরে বন্ধ ছিল ট্রাম পরিষেবা। আমফানের জেরে বিধ্বস্ত হয়ে পড়ে সারা রাজ্য। শহর ও শহরতলিতে হাজার হাজার গাছ পড়ে ছিঁড়ে যায় ট্রামের ওভারহেডের তার। ভেঙে পড়ে একাধিক ইলেকট্রিক পোস্টগুলো। চলতি মাসে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গণপরিবহন। তবে, ঝড়ের ফলে ট্রামের তার ও ট্র্যাক ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে চালু হয়নি ট্রাম পরিষেবা।
কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ও কলকাতা পুলিশের সহায়তায় ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBTC) ট্র্যাক ও ওভারহেড তারের মেরামত করে। বর্তমানে টালিগঞ্জ-বালিগঞ্জ (রুট নম্বর 24/29) রুটটি মেরামত করে পুনরায় ঠিক করা হয়েছে বলে জানিয়েছে WBTC। টালিগঞ্জ-বালিগঞ্জ রুটে গত শুক্রবার ও শনিবার (12 ও 13 জুন ) পরীক্ষামূলকভাবে চালানো হয় ট্রাম। এরপর WBTC -এর ইঞ্জিনিয়ররা জানান যে এই রুটটি যাত্রী পরিষেবার জন্য তৈরি। আজ অর্থাৎ 14 জুন থেকে এই রুটটি যাত্রী পরিষেবার জন্য খুলে যাবে।
WBTC-র এক আধিকারিক অনুপম হাজরা বলেন, "প্রতিদিন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত পরিষেবা দেবে ট্রাম। যতগুলি আসন ততজন যাত্রীকে তোলা হবে। মাস্ক পরা বাধ্যতামূলক। মানতে হবে সমাজিক দূরত্ব। এই রুটে প্রতি 40 মিনিট অন্তর একটি করে ট্রাম ছাড়বে।"
যাত্রী ও কর্মী সুরক্ষার কথা মাথায় রেখে প্রতিবার পরিষেবা শুরু ও শেষের পর ট্রামগুলোকে ভালোভাবে স্যানিটাইজ় করা হবে।