কলকাতা, 15 অগস্ট: কলকাতার ভিতর রয়েছে আর এক কলকাতা ৷ কালো পিচঢালা রাস্তায় আপন গতিতে চলতে থাকা ট্রাম স্বাধীন ভারতের অন্যতম সাক্ষী ৷ 77তম স্বাধীনতা দিবস উপলক্ষে গড়িয়াহাট ট্রাম ডিপোতে আয়োজন করা হয়েছিল এক ট্রাম যাত্রার ৷ ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এই ট্রাম যাত্রার। আর উল্লেখযোগ্য বিষয়, যে ট্রাম ধুঁকছে বলে বন্ধ করার তোড়জোড় শুরু হয়েছিল, আজকের দিনে সেই ট্রাম রেকর্ড ব্যবসা করেছে বলে জানা গিয়েছে ৷
ট্রামকে প্রাসঙ্গিক করে রাখতে স্বাধীনতা দিবসে অভিনব উদ্যোগ সিটিইউএ-র। মঙ্গলবার প্রায় 50 বছরের পুরনো ট্রামকে জাতীয় পতাকা এবং ফুল দিয়ে সাজিয়ে আয়োজন করা হয় মিনি ট্রাম যাত্রার। যে যাত্রায় দেশের অন্যপ্রান্ত থেকে আসা অনেকেই অংশগ্রহণ করেন এই দিন ৷
ট্রাম গবেষক ও ট্রামপ্রেমী ডক্টর দেবাশীষ ভট্টাচার্য ৷ তিনি আবার ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ৷ আজকের দিনে বলেন, "স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এই ট্রাম যাত্রার আয়োজন করা হয়েছে। তবে আজ শুধুই ট্রামে চেপে এই দিনটি উপভোগ করার জন্যেই এই অনুষ্ঠান। আর কিছুই নয়। সাধারণ মানুষের কাছে ট্রামের ঐতিহ্য এবং ইতিহাস আর একবার মনে করিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা।"