কলকাতা, 26 জুলাই:করোনা সংক্রমণ আপাতত চলে গেলেও মানব জীবনে এখনও তার নেতিবাচক প্রভাব রয়ে গিয়েছে ৷ করোনা আক্রান্ত অনেকের পরবর্তী সময়ে ডায়াবেটিস, মাথার চুল পড়ার মতো সমস্যা হয়েছে । অনেকের আবার হৃদরোগও দেখা দিয়েছে । করোনা পরবর্তী সময় থেকে এমন নানা সমস্যা নিয়ে পৌরনিগমের হেলথ সেন্টারে আসছেন অনেকে ৷ চিকিৎসকদেরও নজর এড়ায়নি বিষয়টি ৷ এই সমস্ত রোগী যাঁরা এক সময় করোনা আক্রান্ত হয়েছিলেন, পরে অন্য শারীরিক সমস্যায় আক্রান্ত হয়েছেন, তাঁদের চিকিৎসকরা কোভিড পরবর্তী সমস্যার শিকার বলেই ধরে নিচ্ছেন ৷ আর এই লং কোভিড কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে পৌর চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে ।
এই প্রশিক্ষণে সাহায্য করবে একটি স্বেচ্ছাসেবী সংস্থা । ফলে নাগরিকদের পাশাপাশি চিকিৎসকরাও উপকৃত হবেন ৷ চিকিৎসকদের কথায়, করোনাকালে অনেকেই মানসিক চাপ, দুশ্চিন্তার মধ্যে ছিলেন । সেই কারণেই শুরু হয়েছে চুল পড়ার সমস্যা । করোনা হলে শরীর দুর্বল করে দেয় । প্রয়োজন হয় টানা বিশ্রামের । ফলে অনেকের রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পেয়েছে যা করোনা পরবর্তী সময় ডায়েবেটিস রোগে পরিণত হয়েছে । যে সমস্ত রোগীদের করোনা বাড়াবাড়ি পর্যায় চলে গিয়েছিল বা প্রাণ সংশয় তৈরি হয়েছিল চিকিৎসকরা তাঁদের অনেককেই মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে নানা স্টেরয়েড ওষুধ প্রয়োগ করেছিলেন । যার পরিণামে করোনা সারলেও অনেকের শরীরেই বাসা বেঁধেছে ডায়াবেটিস ৷
আরও পড়ুন: কলকাতার হকারদের বার্ষিক ও পুনর্নবীকরণ ফি কমিয়ে শংসাপত্র বিলিতে ছাড়পত্র নবান্নর