কলকাতা, 11 এপ্রিল: অবশেষে উঠল ট্রেন অবরোধ । দক্ষিণ পূর্ব রেলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল । তফশিলি উপজাতি তালিকার অন্তর্ভুক্ত করা-সহ একাধিক দাবিতে বেশ কিছুদিন লাগাতার রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় কুড়মি সমাজ । এর ফলে এই ক’দিনে দক্ষিণ-পূর্ব রেলে কয়েকশো ট্রেন বাতিল হয়েছে ৷ বহু ট্রেনের সময়সূচি ও যাত্রাপথ পরিবর্তন করতে হয়েছে রেল কর্তৃপক্ষকে ।
দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের অন্তর্গত পুরুলিয়া-আদ্রা শাখার কুস্তাউর রেল স্টেশনে ট্রেন চলাচল সবচেয়ে বেশি ব্যহত হয় । তাই গত কয়েকদিনে ব্যাপকভাবে নাজেহাল হতে হয়েছিল যাত্রীদের । কুস্তাউর, খেমাশুলি ও কোটশিলা স্টেশনে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে ৷ তার পরে এই তিনটি স্টেশনে ধাপে ধাপে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল ।
এর ফলে মঙ্গলবার থেকেই যে ট্রেনগুলি স্বাভাবিক নিয়মে চলবে, সেগুলি হল - ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেস, হাওড়া-বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-টিটলাগড়-হাওড়া এক্সপ্রেস, সাঁতরাগাছি-আনন্দবিহার এক্সপ্রেস, হাওড়া-ঘাটশিলা-হাওড়া মেমু এক্সপ্রেস, হাওড়া-মুম্বই সিএসএমটি গীতাঞ্জলি এক্সপ্রেস, শালিমার-এলটিটি এক্সপ্রেস, হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপ্রেস, রাঁচি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস, দুমকা-রাঁচি এক্সপ্রেস, হাতিয়া-টাটানগর এক্সপ্রেস, রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, হাতিয়া-পূর্ণিয়া কোর্ট এক্সপ্রেস, হাতিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেস, হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস, হাতিয়া-পটনা এক্সপ্রেস, হাতিয়া-হাওড়া এক্সপ্রেস, হাতিয়া-ইসলামপুর এক্সপ্রেস, খড়গপুর-হাতিয়া এক্সপ্রেস, হাওড়া-মুম্বই সিএসএমটি মেল, হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস, হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস, হাওড়া-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস, হাওড়া-জগদ্দল এক্সপ্রেস, হাওড়া-পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস, হাওড়া-আমেদাবাদ এক্সপ্রেস, আনন্দ বিহার এক্সপ্রেস, টাটানগর-হাতিয়া এক্সপ্রেস, টাটানগর-ধানবাদ এক্সপ্রেস ৷