পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Train Service Disruption: এবার শিয়ালদা শাখাতে বাতিল বহু ট্রেন, জানাল পূর্ব রেল - পূর্ব রেলের তরফে

এবার শিয়ালদা শাখাতে দমদম-নৈহাটি লাইনে বিঘ্নিত হতে চলেছে রেল পরিষেবা ৷ বৃহস্পতিবার এমনটাই জানানো হয়েছে পূর্ব রেলের তরফে (Eastern Railway)। পূর্ব রেলের পক্ষ থেকে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 9, 2023, 10:54 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি: শিয়ালদা শাখাতে দমদম-নৈহাটি লাইনে জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য 12 ফেব্রুয়ারি আপ ও ডাউন লাইনে ট্রেন পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করল পূর্ব রেল (Train Service Disruption in Sealdah Line)।

11 ফেব্রুয়ারি শনিবার বাতিল হওয়া ট্রেনের তালিকা হল:

শিয়ালদা-নৈহাটি (আপ-31443/ডাউন-31450), শিয়ালদা-রানাঘাট (আপ-31629/ডাউন-31636), শিয়ালদা-শান্তিপুর (আপ-31539/ডাউন-31540), কল্যাণী সীমান্ত-নৈহাটি (আপ-31192)

12 ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার বাতিল হওয়া ট্রেনের তালিকা:

শিয়ালদা-নৈহাটি (আপ-31411, 31471, 31415, 31419, 31429/ডাউন-31414, 31418, 31420, 31426, 31436), শিয়ালদা-রানাঘাট (আপ-31611, 31615, 31617/ডাউন-31614, 31616, 31622), শিয়ালদা-কল্যাণী সীমান্ত (আপ-31311, 31317, 31331, 31335/ডাউন-31314, 31318, 31330, 31334), শিয়ালদা-ব্যারাকপুর (আপ-31233, 31261/ডাউন-31232, 31236), শিয়ালদা-শান্তিপুর (আপ- 31513, 31525/ডাউন-31514, 31528), শিয়ালদা-কৃষ্ণনগর সিটি জংশন (আপ-31815/ডাউন-31814), শিয়ালদা-গেদে (আপ-31913/ডাউন-31914), নৈহাটি-কল্যাণী সীমান্ত (আপ-31119) ৷

যাত্রাপথ সংক্ষিপ্ত হওয়া ট্রেনগুলো:

31341 আপ শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী সীমান্তর স্থানে নৈহাটিতে যাত্রা শেষ করবে 11 ফেব্রুয়ারি (শনিবার)।
31312 কল্যাণী সীমান্তর পরিবর্তে নৈহাটিতে যাত্রা শেষ করবে 12 ফেব্রুয়ারি (রবিবার)।
31427 আপ শিয়ালদা-নৈহাটি লোকাল ব্যারাকপুরে যাত্রা শেষ করবে নৈহাটির পরিবর্তে।
30122 ডাউন নৈহাটি-বালিগঞ্জ জংশন লোকাল (চক্র রেল) ব্যারাকপুরে যাত্রা শেষ করবে নৈহাটির পরিবর্তে।

30121 আপ মাজেরহাট-নৈহাটি লোকাল ব্যারাকপুরে যাত্রা শেষ করবে নৈহাটির পরিবর্তে।
31430 ডাউন নৈহাটি-শিয়ালদা লোকাল ব্যারাকপুরে যাত্রা শেষ করবে নৈহাটির পরিবর্তে।
31433 আপ শিয়ালদা-নৈহাটি লোকাল ব্যারাকপুরে যাত্রা শেষ করবে নৈহাটির পরিবর্তে।
34054 ডাউন নৈহাটি-বজবজ লোকাল ভায়া কাঁকুরগািছ রোড ব্যারাকপুরে যাত্রা শেষ করবে নৈহাটির পরিবর্তে।

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে দমদম-নৈহাটি শাখাতে, 189টি ইএমইউ লোকাল ট্রেনের জায়গায় মাত্র 36টি ইএমইউ লোকাল বাতিল করা হয়েছে। পূর্ব রেলের পক্ষ থেকে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। অন্যদিকে, পূর্ব রেলের বর্ধমান-হাওড়া, বর্ধমান-আসানসোল, বর্ধমান-রামপুরহাট, বর্ধমান-শিয়ালদা, বর্ধমান-ব্যান্ডেল-সহ একাধিক লাইনে বহু ট্রেন বাতিল করা হয়েছে (Train Service Disruption) ৷ বর্ধমান জংশনে পুরনো রেল ওভার ব্রিজ ভাঙার কাজ শুরু হওয়াতেই এই পদক্ষেপ ৷

আরও পড়ুন:চলছে বর্ধমান জংশনের ওভারব্রিজ ভাঙার কাজ, বাতিল পূর্বরেলের বহু ট্রেন

ABOUT THE AUTHOR

...view details