কলকাতা, 28 মার্চ :শ্রমিক ও কৃষি সংগঠনগুলির দু'দিনব্যাপী ভারত বনধে সোমবার সকাল থেকে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের কয়েকটি স্টেশনে বিক্ষিপ্ত কিছু ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ধরে ব্যাহত হয় ট্রেন পরিষেবা (Train Disruption) । তবে পরে স্বাভাবিক হয় ৷
দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কে এস আনন্দ বলেন, "হাওড়া-আমতা শাখায় লোকাল ট্রেন অবরোধ করা হয় । পাশাপাশি যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে মিছিল করে স্টেশনের দিকে জমায়েত হন বনধকারীরা। এরপর তাঁরা রেললাইনের উপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন । যাদবপুর স্টেশনে শিয়ালদহগামী একটি লোকাল ট্রেনকে অবরোধ করার চেষ্টা করা হয় । বেশ কিছুক্ষণ রেললাইন অবরোধ করে রাখার ফলে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে দেরি হয় ৷’’ উলুবেড়িয়া স্টেশনে বেশ কিছুক্ষণ অবরোধ চলে ৷ পরে 10:45 মিনিট নাগাদ স্বাভাবিক হয় পরিষেবা । এছাড়াও দক্ষিণ-পূর্ব রেলের ডোমজুড় রোড স্টেশনে ডাউন আমতা-হাওড়া লোকাল আটকান বনধ সমর্থকরা। ফলে পরিষেবা ব্যাহত হয়।