পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Train Disruption : বনধের প্রথম দিনেই পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের বেশ কিছু স্টেশনে পরিষেবা ব্যাহত - train disruption of frist day bandh in eastern and south eastern railway

সোমবার বনধের জেরে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের কয়েকটি স্টেশনে ব্যাহত হয় ট্রেন পরিষেবা (Train Disruption) ৷ পরে স্বাভাবিক হয় ৷ বনধের ফলে ট্রেনের সংখ্যা কমানো বা বাতিল করা হয়নি ৷

Train Disruption
বনধের প্রথম দিনেই পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের বেশকিছু স্টেশনে পরিষেবা ব্যাহত

By

Published : Mar 28, 2022, 12:53 PM IST

কলকাতা, 28 মার্চ :শ্রমিক ও কৃষি সংগঠনগুলির দু'দিনব্যাপী ভারত বনধে সোমবার সকাল থেকে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের কয়েকটি স্টেশনে বিক্ষিপ্ত কিছু ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ধরে ব্যাহত হয় ট্রেন পরিষেবা (Train Disruption) । তবে পরে স্বাভাবিক হয় ৷

দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কে এস আনন্দ বলেন, "হাওড়া-আমতা শাখায় লোকাল ট্রেন অবরোধ করা হয় । পাশাপাশি যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে মিছিল করে স্টেশনের দিকে জমায়েত হন বনধকারীরা। এরপর তাঁরা রেললাইনের উপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন । যাদবপুর স্টেশনে শিয়ালদহগামী একটি লোকাল ট্রেনকে অবরোধ করার চেষ্টা করা হয় । বেশ কিছুক্ষণ রেললাইন অবরোধ করে রাখার ফলে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে দেরি হয় ৷’’ উলুবেড়িয়া স্টেশনে বেশ কিছুক্ষণ অবরোধ চলে ৷ পরে 10:45 মিনিট নাগাদ স্বাভাবিক হয় পরিষেবা । এছাড়াও দক্ষিণ-পূর্ব রেলের ডোমজুড় রোড স্টেশনে ডাউন আমতা-হাওড়া লোকাল আটকান বনধ সমর্থকরা। ফলে পরিষেবা ব্যাহত হয়।

অন্যদিকে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন , " সকাল থেকেই পূর্ব রেলে বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ঘটলেও আপাতত স্বাভাবিক রয়েছে ট্রেন পরিষেবা । তবে শ্রীরামপুর স্টেশনে বনধ সমর্থকরা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিয়ে লাইনের উপর বসে পরেন ৷ ফলে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় । প্রায় 50 মিনিট মতো বন্ধ থাকে পরিষেবা । পরে রেল পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । পাশাপাশি ইছাপুর ও মথুরাপুরের রেললাইন আটকে স্লোগান দিতে থাকেন বনধ সমর্থকরা এবং চুঁচুড়া স্টেশনেও 10 থেকে 15 মিনিটের জন্য অবরোধ চলে। "

আরও পড়ুন :চুঁচুড়ায় ট্রেন আটকাল বামেরা, ধর্মঘটের বিরোধীতায় পথে নামল তৃণমূল

তবে দক্ষিণ পূর্ব রেল ও পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এই দু‘দিনের বনধে ট্রেনের সংখ্যা কমেনি ও কোনও ট্রেন বাতিল করা হয়নি ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details