কলকাতা, 15 ডিসেম্বর: আগামী 16 ডিসেম্বর অর্থাৎ শনিবার পূর্ব রেল শাখায় আবারও বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন ৷ এমনটাই জানানো হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে ৷ কৃষ্ণনগর-লালগোলা সেকশনের দেবগ্রাম বেথুয়াডহরি স্টেশনের মধ্যে রেলের মেরামতির কাজ হবে ৷ সেই জন্য এই ট্রাফিক এবং পাওয়া ব্লক নেওয়া হতে চলেছে ৷
আগামী শনিবার কৃষ্ণনগর ও লালগোলা সেকশনের আপ ও ডাউন লাইনে 10 ঘণ্টার মেগা পাওয়ার ব্লক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ ৷ শনিবার সকাল 9.50 মিনিট থেকে সন্ধ্যা 7.50 মিনিট পর্যন্ত এই মেগা ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে ৷ তাই ট্রাফিক ও পাওয়ার ব্লকের সময় একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
আগামী শনিবার বাতিল হওয়া ট্রেনের তালিকা এক নজরে:
- আপ 31819/ডাউন 31822 শিয়ালদা কৃষ্ণনগর সিটি জংশন
- আপ 03193/ডাউন 03194 কলকাতা টার্মিনাল লালগোলা
- আপ 31773, 31769, 31771/ ডাউন 31768, 31770, 31774 রানাঘাট লালগোলা
- আপ 31861/ডাউন 31864 কৃষ্ণনগর সিটি জংশন লালগোলা
- আপ 03115, 03183/ডাউন 03196, 03190 শিয়ালদহ লালগোলা
শর্ট টার্মিনেশন ও শর্ট অরিজিনেশন
- 30145 বিবিদি বাগ-কৃষ্ণনগর
- 31821 শিয়ালদা-কৃষ্ণনগর
- 31824 কৃষ্ণনগর-শিয়ালদা
- 31825 শিয়ালদা-কৃষ্ণনগর
- 31828 কৃষ্ণনগর-শিয়ালদা
- 31827 শিয়ালদা-কৃষ্ণনগর
- 31830 কৃষ্ণনগর-শিয়ালদা
- 31829 শিয়ালদা-কৃষ্ণনগর
- 31832 কৃষ্ণনগর-শিয়ালদা
- 31831 শিয়ালদা-কৃষ্ণনগর
- 31834 কৃষ্ণনগর-শিয়ালদা
- 31833 শিয়ালদা-কৃষ্ণনগর
- 31836 কৃষ্ণনগর-শিয়ালদা
- 31801 শিয়ালদা-কৃষ্ণনগর
- 31838 কৃষ্ণনগর-শিয়ালদা