পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Train Service Disrupted: পুরুলিয়ায় আদিবাসী কুড়মি সমাজের বিক্ষোভ, বাতিল 47 জোড়া ট্রেন - ট্রেন বাতিল

তফশিলি উপজাতিভুক্ত করার দাবিতে আন্দোলনে নেমেছে আদিবাসী কুড়মি সম্প্রদায় ৷ বুধবার ভোর 5টা থেকে খেমাশুলি ও কুস্তাউর রেল স্টেশন অবরোধ করেছে তারা ৷ এর জেরে বহু ট্রেন বাতিল হয়েছে ৷ রইল সেই তালিকা ৷

Train Cancellation
ট্রেন বাতিল

By

Published : Apr 5, 2023, 11:00 AM IST

কলকাতা, 5 এপ্রিল: তফশিলি উপজাতি তালিকার অন্তর্ভুক্ত করা হোক তাদের ৷ এই দাবিতে আজ ভোর 5টা থেকে রেল অবরোধ করে আন্দোলন শুরু করেছে আদিবাসী কুড়মি সম্প্রদায়ের মানুষ ৷ পুরুলিয়ার খেমাশুলি ও কুস্তাউর- এই দু'টি রেল স্টেশনে লাইনে বসে বিক্ষোভ প্রদর্শন করছেন তারা ৷ এর জেরে দক্ষিণ-পূর্ব রেলওয় শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে ৷ দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের অন্তর্গত পুরুলিয়া-আদ্রা শাখার কুস্তাউর রেল স্টেশনে অবরুদ্ধ ট্রেন চলাচল ৷ এতে স্বভাবত হয়রানির শিকার হতে হয়েছে নিত্যযাত্রীদের ৷

কুড়মি সমাজের আন্দোলনের ফলে দক্ষিণ-পূর্ব শাখায় একাধিক ট্রেন বাতিল করতে হয়েছে ৷ এছাড়া আরও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৷ খড়্গপুর ডিভিশনের অন্তর্গত খড়্গপুর-টাটানগর সেকশনের একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল হয়েছে ৷ সব মিলিয়ে 47 জোড়া ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে বলে খবর রেল সূত্রে ৷

বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে:খড়গপুর রাঁচি মেমু এক্সপ্রেস, খড়গপুর হাতিয়া এক্সপ্রেস, সাঁতরাগাছি ঝাড়গ্রাম মেমু স্পেশাল, টাটানগর হাওড়া স্টিল এক্সপ্রেস, হাওড়া বড়বিল জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া টিটলাগড় এক্সপ্রেস, ঝাড়গ্রাম সাঁতরাগাছি মেমু স্পেশাল, টাটানগর খড়্গপুর মেমু স্টেশন, হাওড়া রাচি ইন্টারসিটি এক্সপ্রেস, রাচি হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, হাওড়া ঘাটশিলা মেমু এক্সপ্রেস, ঘাটশিলা হাওড়া মেমু এক্সপ্রেস, ঝাড়গ্রাম খড়গপুর মেমু স্পেশাল ৷

যে ট্রেনগুলোর ক্ষেত্রে শর্ট টার্মিনেশন ও শর্ট অরিজিনেশন করা হয়েছে: হাওড়া-আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস ৷ এই ট্রেনটি আদ্রায় যাত্রা সম্পূর্ণ করবে ৷ সাঁতরাগাছি-পুরুলিয়া এক্সপ্রেস ট্রেনটি আদ্রায় যাত্রা শেষ করবে ৷ পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস আদ্রা পর্যন্ত যাবে ৷ কান্তাভাঞ্জি-টিটলাঘর হাওড়া এক্সপ্রেস টাটানগরে যাত্রা সম্পূর্ণ করবে ৷ ওই ট্রেনটি টাটানগর থেকে প্যাসেঞ্জার স্পেশাল হিসেবে ছাড়বে ৷ চক্রধরপুর আদ্রা-হাওড়া এক্সপ্রেস এই ট্রেনটি আদ্রা থেকে ছাড়বে ৷ পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস ট্রেনটি আদ্রা থেকে ছাড়বে ৷

আরও পড়ুন: 'সরকার প্রতিশ্রুতি রাখেনি', তফশিলি উপজাতির স্বীকৃতির দাবিতে আন্দোলনে কুড়মি সমাজ

ABOUT THE AUTHOR

...view details