কলকাতা, 2 জুন:ওড়িশার বালাসোরে শুক্রবার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। অন্য একটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় করমণ্ডলের। জানা গিয়েছে, দুটি ট্রেন মিলিয়ে মোট 18 টি বগি লাইনচ্যুত হয়ে যায় ৷ এদিনের দুর্ঘটনায় রেলের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছে, মোট 50 জনের মৃত্যু হয়েছে ৷ গুরুতর আহত শতাধিক ৷ ইতিমধ্যেই ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দুর্ঘটনায় আহতদের উদ্ধারে যাবতীয় পদক্ষেপ নিতে রেল বদ্ধপরিকর বলে জানিয়েছেন রেলমন্ত্রীও ৷ ওড়িশার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু সরকারও ৷
অন্যদিকে, দক্ষিণ-পূর্ব রেল এবং পূর্ব রেলের তরফে হাওড়া এবং শিয়ালদা থেকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শুক্রবার শিয়ালদহ থেকে রাতে পুরী-দুরন্ত এক্সপ্রেস ট্রেন ছাড়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। পাশাপাশি হাওড়া থেকে দক্ষিণ ভারতগামী সবকটি ট্রেনই বাতিল করা হয়েছে ৷ বাতিল করা ট্রেনগুলির মধ্যে 02837 সাঁতরাগাছি পুরী এক্সপ্রেস, 20831 শালিমার-সম্বলপুর জম্মু তাওয়াই এক্সপ্রেস, 12895 শালিমার-পুরী এক্সপ্রেস, 12839 হাওড়া-চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস, 12863 হাওড়া-ব্যাঙ্গালুরু এক্সপ্রেস, 12837 হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ৷ এছাড়াও চারটি ট্রেনের যাত্রা পরিবর্তন করা হয়েছে। সেই সঙ্গে, রেলের তরফে জানানো হয়েছে, একটি ট্রেন হাওড়া থেকে ছাড়লেও দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতে তাও মাঝপথ থেকে স্টেশনে ফিরিয়ে আনা হয়েছে।
Coromandel Express Accident: ভয়াবহ দুর্ঘটনার কবলে করমণ্ডল, দক্ষিণ ভারতগামী প্রায় সব ট্রেন বাতিল রেলের - ট্রেন বাতিল করা হয়েছে
দক্ষিণ-পূর্ব রেল এবং পূর্ব রেলের তরফে হাওড়া এবং শিয়ালদা থেকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। দক্ষিণ ভারতগামী প্রায় সবকটি ট্রেন বাতিল করেছে রেল ৷
আরও পড়ুন:দুমড়ে যাওয়া কামরা, ছড়িয়ে-ছিটিয়ে লাশ ! করমণ্ডলের দুর্ঘটনায় ফিরল জ্ঞানেশ্বরীর স্মৃতি
ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে ৷ এদিন মুখ্যমন্ত্রীর করা টুইটে সেই হেল্প লাইনের কথাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নবান্নে জরুরী কন্ট্রোল রুম খুলে উদ্ধারকাজে তদারকিও করছে রাজ্য প্রশাসন ৷ ইতিমধ্যেই জানা গিয়েছে, রাজ্য সরকারের থেকে বালাসোরের জেলাশাসক সাহায্য চাওয়া হয়েছে। রাজ্যের মন্ত্রী মানুষ ভুঁইয়ার নেতৃত্বে একটি দল ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে বলেও জানা গিয়েছে। এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে 25টি অ্যাম্বুলেন্স ও 12 জন চিকিৎসকের একটি দলও পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে ৷ অন্যদিকে রাজ্যের তরফে পশ্চিম মেদিনীপুরের সুপার স্পেশালিটি হাসপাতালগুলিকে তৈরি থাকতে বলা হয়েছে।