কলকাতা, 15 ডিসেম্বর: শনিবার পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা ৷ বাস-ট্রামের পাশাপাশি পরীক্ষার্থীদের বড় ভরসা ট্রেন ৷ কিন্তু এদিনই আবার লালগোলা- শিয়ালদহ লাইনে ইলেকট্রিক কাজের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকার কথা। ফলে ব্যাপক সমস্যার মুখে পড়তে হবে পিসিএসসি পরীক্ষার্থীদের ৷ সেই অসুবিধার কথা জানিয়েই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন রেলমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী। পরীক্ষার্থীদের মাথায় রেখে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা যায়, সেই অনুরোধ নিয়েই এই চিঠি বলে জানা গিয়েছে ৷
বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রীকে পাঠানো চিঠিতে অধীর রঞ্জন চৌধুরী লেখেন, "16 তারিখে লালগোলা থেকে শিয়ালদহ (পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ) পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত প্রার্থীরা অসুবিধার সম্মুখীন হতে পারেন। তার প্রতি আমি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই রুটে হাজার হাজার চাকরিপ্রার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য ট্রেনকে অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করবেন। ফলে, এই প্রতিযোগিতামূলক পরীক্ষার সময়সূচির সময়ে ট্রেন বন্ধ রাখলে পশ্চিমবঙ্গ সরকারে চাকরির জন্য উচ্চাকাঙ্ক্ষী বিপুল সংখ্যক চাকরিপ্রার্থীদের যাতায়াতের ক্ষেত্রে প্রচুর অসুবিধার সম্মুখীন হতে পারেন।"
তিনি আরও লেখেন, "এই বিষয়টি বিবেচনা করে দেখার জন্য অনুরোধ করছি। যে কাজের জন্য ওই রুটে ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই কাজের দিনটি যদি পরিবর্তন করা হয় তাহলে এই ছেলেমেয়েরা অনেক উপকৃত হবে। কোনও কষ্টের সম্মুখীন হতে হবে না। প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার জন্য আপনার সদয় হস্তক্ষেপের জন্য অপেক্ষা করছি।" তবে এখনও পর্যন্ত রেলমন্ত্রী এই বিষয়ে কিছু জানাননি ৷
অন্যদিকে, আগামী 24 ডিসেম্বর অর্থাৎ রবিবার রাজ্যে টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট প্রাইমারি পরীক্ষা হতে চলেছে। পরীক্ষার্থী এবং কর্মীদের সুবিধার জন্য ওইদিন নর্থ সাউথ বা ব্লু লাইনে বিশেষ মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। ওই দিন প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6.50 মিনিটে। অন্যান্য রবিবার ব্লু লাইনে সারাদিনে 130টি মেট্রো চলাচল করে ৷ তবে পরীক্ষার জন্য সারাদিনে 234টি মেট্রো চালানো হবে। আপ লাইনে 117টি এবং ডাউন লাইনে 117টি।