কলকাতা, 8 অগস্ট: আজ থেকে আগামী 5 দিন রাতে সংস্কারের কাজের জন্য মা উড়ালপুলে বন্ধ থাকবে যানচলাচল । প্রতিদিন রাত 10.30টা থেকে সকাল 7টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল । সেই সময় মা উড়ালপুলের রাস্তা সারাইয়ের কাজ করবে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি । পুজোর আগেই শহরের অন্যতম গুরুত্বপূর্ণ মা উড়ালপুলের সংস্কারের কাজ শেষ হবে ।
খানাখন্দে ভরেছে মা: দীর্ঘ দিন ধরে ক্রমশই খানাখন্দে ভরেছে মা উড়ালপুলের রাস্তা । বহু জায়গায় উঠে গিয়েছে পিচের প্রলেপ । ফলে রাস্তার যানজট এড়াতে যে সমস্ত গাড়ি মা উড়ালপুল দিয়ে যাতায়াত করে, তাদের রীতিমতো ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয় । কারণ বিপদ প্রতি পদে পদেই । এই সংস্কারের কাজ করতে মা উড়ালপুলে সম্পূর্ণ যান চলাচল বন্ধ রেখে কাজের কথা বলেছিল উড়ালপুলের দায়িত্বে থাকা কলকাতা মেট্রোপলিটন ডেভলপেন্ট অথরিটি (কেএমডিএ)।
মিলেছে ট্রাফিকের অনুমতি: তবে শহরের যান চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ এই ব্যস্ততম উড়ালপুল বন্ধ করে কাজ করতে দেওয়ার বিষয়ে আপত্তি ছিল কলকাতা ট্রাফিক পুলিশের । তাতে যান চলাচল বিপর্যস্ত হলে আশপাশের সমস্ত রাস্তায় তার প্রভাব পড়বে বলে লালবাজার ট্রাফিক বিভাগ সবুজ সংকেত দেয়নি । তবে দুই পক্ষের আলোচনায় মিলেছে সমাধান সূত্র । কেএমডিএ সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের তরফে অনুমতি পাওয়া গিয়েছে । দুই পক্ষের আলোচনায় ঠিক হয়েছে, আজ মঙ্গলবার রাত থেকে সংস্কারের কাজ শুরু হবে ।