পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অন্যদিনের চেয়ে যানজট কম শিয়ালদায়, কাজ করল পুলিশের পরিকল্পনা - কলকাতা পুলিশের প্ল্যানিং

শিয়ালদা উড়ালপুল বন্ধ থাকলেও যানজট সামলাতে কার্যত সফল কলকাতা পুলিশ । অন্যদিনের মতোই স্বাভাবিক রয়েছে এখানকার যান চলাচল । ফলে কাজ করল কলকাতা পুলিশের প্ল্যানিং ।

শিয়ালদা

By

Published : Aug 16, 2019, 7:15 PM IST

Updated : Aug 16, 2019, 11:53 PM IST

কলকাতা, 16 অগাস্ট : আশঙ্কা করা হয়েছিল শিয়ালদা ফ্লাইওভার বন্ধ থাকার জেরে শহরের বড় অংশ জুড়ে দেখা দেবে যানজট । তবে প্রত্যয়ী ছিল কলকাতা পুলিশ । DC (ট্রাফিক) সন্তোষ পান্ডে আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছিলেন, "যেভাবে প্ল্যানিং হয়েছে তাতে খুব একটা অসুবিধা হবে না । যান চলাচল মোটের উপর স্বাভাবিক থাকবে ।" দেখা গেল, শিয়ালদার মতো গুরুত্বপূর্ণ সেতু কাজের দিনে বন্ধ থাকার পরেও মধ্য কলকাতার যান চলাচল মোটের উপর স্বাভাবিকই । তবে সেন্ট্রাল অ্যাভিনিউ, মল্লিকবাজারের মত কয়েকটি রাস্তার যান চলাচল কিছুটা শ্লথ । যানবাহনের চাপ রয়েছে যথেষ্টই ।

বিদ্যাপতি সেতু । শিয়ালদা এলাকায় কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতুতে যানবাহনের চাপ থাকে যথেষ্টই । সেতুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য বন্ধ রাখা হয়েছে চার দিন । গতকাল সন্ধ্যা ছ'টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে শিয়ালদা উড়ালপুল । গতকাল ছুটির দিন থাকায় সেভাবে সমস্যা হয়নি । কিন্তু আশঙ্কা করা হচ্ছিল আজ শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে পারে যানজট । কিন্তু নিত্যযাত্রীরা বলছেন, অন্যান্য দিনের থেকে অনেকটাই যানজট মুক্ত শিয়ালদা সংলগ্ন রাস্তাগুলো । এটা সম্ভব হল কী করে?

আসলে কলকাতা পুলিশের অভিজ্ঞ অফিসাররা বারবার বৈঠক করে তৈরি করেছিলেন একটা সুনির্দিষ্ট প্ল্যান । তারপরই ঠিক হয় কীভাবে যান নিয়ন্ত্রণ হবে এই চারটে দিন । সেই সূত্রে গতকাল সন্ধ্যা থেকেই শিয়ালদা উড়ালপুলের আশপাশ দিয়ে চলা সমস্ত ট্রাম বন্ধ রাখা হয়েছে । APC রোড, MG রোড, কলেজস্ট্রিট, বিধান সরণি, রফি আহমেদ খিদওয়াই রোড দিয়ে ট্রাম চলাচল বন্ধ । দক্ষিণ কলকাতা থেকে অর্থাৎ AJC বোস রোড দিয়ে শিয়ালদা স্টেশনে যাওয়ার জন্য চিরাচরিত পথ ব্যবহার করা যাচ্ছে । কারণ, নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের পাশের ব়্যাম্পটি খোলা । পাশাপাশি খোলা MG রোডের শাখাটিও । উত্তর কলকাতা থেকে শিয়ালদা স্টেশনে যাওয়ার জন্য উড়ালপুলের MG রোড শাখা ধরে আমাহার্স্ট স্ট্রিট হয়ে বৌবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিয়ে কোলে মার্কেট হয়ে সোজা শিয়ালদা স্টেশনে পৌঁছানো যাচ্ছে । আবার রাজাবাজার থেকেও নারকেলডাঙা মেন রোড, ক্যানাল ইস্ট রোড, বেলেঘাটা রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি । যে সমস্ত বাস রাজাবাজার টার্মিনাস থেকে ছাড়ে সেগুলি NRS হাসপাতালের পাশ থেকে ছাড়ছে । আবার বেলেঘাটার বরফ কল থেকে যে বাসগুলি ছাড়ে সেগুলি এই চারদিন রাজাবাজার ট্রাম ডিপো থেকে ছাড়ছে । পূর্বমুখী যে বাসগুলি বেলেঘাটা কিংবা আরও পূর্ব দিকে যায় সেগুলি APC রোড হয়ে মানিকতলা বা রাজাবাজার থেকে নারকেলডাঙা মেন রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে । উলটোমুখী গাড়ি গুলি একই পথে MG রোড ধরছে । উত্তর থেকে দক্ষিণের দিকে যে বাসগুলি যায় সেগুলি মানিকতলা ক্রসিং থেকে বিবেকানন্দ রোড আমহার্স্ট স্ট্রিট হয়ে BB গাঙ্গুলি স্ট্রিট, নির্মল চন্দ্র স্ট্রিট হয়ে লেলিন সরণিতে মিশছে ।

দেখুন ভিডিয়ো

তবে সবচেয়ে বেশি কাজ দিয়েছে আমহার্ট স্ট্রিট, BB গাঙ্গুলি স্ট্রিট, কলেজ স্ট্রিট, নির্মল চন্দ্র স্ট্রিট, S N ব্যানার্জি রোড, ক্রিক রো, রফি আহমেদ খিদওয়াই রোডে গাড়ি পার্কিং নিষিদ্ধ করার স্ট্র্যাটেজি । দেখা যাচ্ছে, অন্যান্য দিনের চেয়ে আজ ওইসব রাস্তায় যানবাহনের গতি অনেকটাই বেশি । এছাড়াও পণ্যবোঝাই বড় গাড়িগুলি শ্যামবাজার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে । অন্যান্য পণ্যবাহী গাড়িগুলি মানিকতলা ক্রসিং থেকে বিবেকানন্দ রোড ধরে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে ঘুড়িয়ে দেওয়া হচ্ছে । আবার দক্ষিণ থেকে উত্তর দিকে যাওয়া পণ্যবাহী গাড়িগুলি মৌলালি ক্রসিং থেকে S N ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ।

Last Updated : Aug 16, 2019, 11:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details