কলকাতা, 23জুলাই: ঢাকুরিয়া ব্রিজ বন্ধ থাকবেআগামী24থেকে27জুলাইপর্যন্ত । ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সবুজ সংকেত মিলেছে । ঢাকুরিয়া ব্রিজ যানচলাচলের উপযুক্ত কিনা সেই বিষয়টি খতিয়ে দেখতে চাইছে কলকাতা মেট্রোপলিটনডেভেলপমেন্ট অথরিটি । বিশেষজ্ঞরা সেতুর ভার বহন ক্ষমতা,সেতুর শারীরিক অবস্থার চুলচেরাবিশ্লেষণ করবেন । তার ওপর ভিত্তি করে তৈরি হবে ডিটেলড প্রজেক্ট রিপোর্ট(DPR)।
পোস্তাউড়ালপুল বিপর্যয়ের পর শ্রীচৈতন্য মহাপ্রভু সেতু বা ঢাকুরিয়া ব্রিজ পরীক্ষাকরেছিলRITES।তারা সেই সময় জানিয়েছিল,ঢাকুরিয়া ব্রিজের স্বাস্থ্যের ক্ষতিকরেছে ইঁদুর । ব্রিজের তলার মাটি খুঁড়ে ভিত নাড়িয়ে দিয়েছে ইঁদুরের দল ।আপৎকালীন ভিত্তিতে ইঁদুরদের ব্রিজ থেকে দূরে রাখতে বিশেষ ধরনের রাসায়নিক পাউডারসিমেন্ট ও কাঁচের গুঁড়োর সঙ্গে মিশিয়ে ইঁদুরের গর্ত বন্ধ করা হয়েছিল।
RITES-রতথ্য অনুযায়ী2017সালে40দিনধরে এই ব্রিজের সংস্কারের কাজ চলে । তখন কংক্রিটের ব্লক দিয়ে ফের বন্ধ করা হয়ইঁদুরের গর্ত। তার সঙ্গে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের কাজ করা হয় । কিন্তু কলকাতারঅন্যতম পুরনো এই সেতুর স্বাস্থ্যের হাল জানা অত্যন্ত প্রয়োজন বলেCMDAপরামর্শ দিয়েছিল রাজ্য সরকারকে। সেইকারণেই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার কাজ করা হবে আগামী চারদিন ।
দক্ষিণকলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রিজ বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তিরআশঙ্কা করা হচ্ছে । কলকাতা পুলিশের তরফে অবশ্য বিকল্প পথ তৈরি করা হয়েছে । কলকাতাপুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে,গোলপার্ক-গড়িয়ার রুটের অটো যোধপুর পার্ক সেকেন্ড লেনপর্যন্ত যাতায়াত করবে । ছোট গাড়ি গোলপার্ক থেকে সাউদার্ন এভিনিউ দিয়ে ঘুরিয়েদেওয়া হবে । ওই গাড়িগুলি লেক গার্ডেন্স ফ্লাইওভার ব্যবহার করতে পারবে ।উত্তরমুখী গাড়িগুলি যাদবপুর থানা থেকে প্রিন্স আনোয়ার শাহ রোডের দিকে ঘুরিয়েদেওয়া হবে ।
দক্ষিণমুখীবাসগুলি গড়িয়াহাট ক্রসিং থেকে রাসবিহারী এভিনিউ হয়ে শ্যামাপ্রসাদ মুখার্জী রোডধরে প্রিন্স আনোয়ার শাহ রোডের দিকে পাঠিয়ে দেওয়া হবে । দক্ষিণমুখী যে বাসগুলিEMবাইপাসের দিকে যায় সেগুলিকেগড়িয়াহাট ক্রসিং থেকে বিজন সেতু দিয়ে রুবির দিকে পাঠিয়ে দেওয়া হবে ।উত্তরমুখী বাসগুলি যাদবপুর থানা থেকে প্রিন্স আনোয়ার শাহ রোড দিয়ে ঘুরিয়েদেওয়া হবে ।