পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বালির গাড়ি বিকল বিদ্যাসাগর সেতুতে, তীব্র যানজট

বিদ্যাসাগর তথা দ্বিতীয় হুগলি সেতুতে একটি বালি বোঝাই লরি বিকল হওয়ায় টোল প্লাজা থেকে শুরু করে যানজট শেষ হয়েছে নবান্নতে । ছোটো গাড়ি বেরলেও নেই বড় গাড়ি।

By

Published : Aug 4, 2020, 5:11 PM IST

বিদ্যাসাগর সেতু
বিদ্যাসাগর সেতু

কলকাতা, 4 অগাস্ট : শহরে গতকাল বৃষ্টির পর থেকে বেশ কয়েকটি এলাকা জলমগ্ন । কলকাতার সর্বত্রই যানবাহনের গতি এখন শ্লথ। কয়েকটি অংশে জল জমে যানবাহন চলাচলে বিঘ্নিত হয়েছে। দ্বিতীয় হুগলি সেতুর মতো ব্যস্ততম রাস্তায়ও রয়েছে যানজট। এছাড়াও গোদের উপর বিষফোঁড়ার মতো আজ সকালে এই সেতুতে একটি বালিবোঝাই লরি বিকল হয়ে যায় । অফিস টাইমে সেই লরি বিকল হয়ে যাওয়ায় চূড়ান্ত সমস্যায় পড়লেন যাত্রীরা।

লিরিটি বিকল হয়ে যাওয়ায় বড় যানবাহন চলাচল করতে পারছে না। সেই কারণে বাস যত্রীরা অসুবিধায় পড়েছেন। টোল প্লাজ়া থেকে শুরু করে যানজট নবান্নতে শেষ হয়েছে।

পুলিশ সূত্রে খবর, লরিটি সরানোর চেষ্টা চলছে। যদিও বালি থাকায় সেটি অত্যন্ত ভারী। বৃষ্টিতে সেই বালি আরও ভারী হয়ে গেছে। ফলে কিছুটা বেগ পেতে হচ্ছে রাস্তা পরিষ্কার করতে।

ABOUT THE AUTHOR

...view details