পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে কোরোনায় মৃত 7, আক্রান্ত বেড়ে 53

রাজ্যে কোরোনায় আক্রান্তের সংখ্যা আরও বাড়ল ৷ গত 24 ঘণ্টায় আরও 16 জন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে বলে জানাল স্বাস্থ্য দপ্তর ৷

আরও 16জনের খোঁজ, রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 53
আরও 16জনের খোঁজ, রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 53

By

Published : Apr 2, 2020, 5:49 PM IST

Updated : Apr 2, 2020, 8:19 PM IST

কলকাতা, 2 এপ্রিল : রাজ্যে কোরোনায় আক্রান্তের সংখ্যা আরও বাড়ল ৷ গত 24 ঘণ্টায় আরও 16 জন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে ৷ বর্তমানে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 53 ৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে সাতজনের ৷ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন ৷

গতরাতে স্বাস্থ্য দপ্তরের ঘোষণা অনুযায়ী, এরাজ্যে 37 জন কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল ৷ তাঁদের মধ্যে তিনজন আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷ একসঙ্গে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়, 57 ও 62 বছর বয়সি কোরোনা আক্রান্ত দুই ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ তবে, এই দুই মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে ৷ অন্যদিকে, গতকাল বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে মোট কোরোনা পজ়িটিভ কেস 37 ৷ তিনজনের মৃত্যু হয়েছে ৷ তাঁদের মধ্যে একজন নিউমোনিয়ায় মারা গিয়েছেন ৷

যদিও গতকাল বিকেলের আগেই রাজ্যে ছ'জন কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছিল ৷ সন্ধ্যার পর জানা যায়, এরাজ্যে আরও এক কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ ফলে মৃতের সংখ্যা বেড়ে হয় সাত ৷ আজ বিকেলে সাত কোরোনা আক্রান্তের মৃত্যুর কথা স্বীকার করে নেয় স্বাস্থ্য দপ্তর ৷

অন্যদিকে, গতকাল গভীর রাতে জানা যায়, পশ্চিমবঙ্গে আরও 13 জনের নমুনা পরীক্ষার রিপোর্টে COVID-19 পজ়িটিভ পাওয়া গিয়েছে ৷ আজ সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 16 ৷ আজ বিকেলে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়, গত 24 ঘণ্টায় এরাজ্যে 16 জনের শরীরে COVID-19 পজ়িটিভ পাওয়া গিয়েছে ৷ আক্রান্তের সংখ্যা বেড়ে হল 53 ৷ আর গত 24 ঘণ্টায় চারজন কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ ফলে মোট মৃতের সংখ্যা বর্তমানে সাত ৷ কেউ নতুন করে গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফেরেননি ৷ কোরোনা সন্দেহে রাজ্যের বিভিন্ন হাসপাতালে 298 জনকে ভরতি রাখা হয়েছে ৷

Last Updated : Apr 2, 2020, 8:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details