কলকাতা, 27 এপ্রিল: কাঙ্খিত বৃষ্টি তার চেনা রূপে ধরা দিল কলকাতায়। সন্ধ্যা নামার আগে কলকাতা-সহ পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ ঢাকল ঘন মেঘে। তবে কেবল মেঘেই আটকে থাকা নয়, তা বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি নিয়ে এল কলকাতা এবং তার প্বার্শবর্তী অঞ্চলে। হাওড়া, কলকাতা, দুই চব্বিশ পরগনা, মুর্শিদাবাদে আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামল বৃহস্পতির বিকেলে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। জুড়ল তাপপ্রবাহে পুড়তে থাকা তিলোত্তমার প্রাণ ৷ কতদিন চলবে এই বৃষ্টি তা জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি গরমে রাশ টানবে। দুই বঙ্গেই আগামী পাঁচ দিন বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হবে। আজ বঙ্গজুড়ে একটু বেশি পরিমাণে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হবে। আবহাওয়ায় জলীয়বাষ্প থাকার জন্য অস্বস্তি বজায় থাকবে। যেখানে ঝড়-বৃষ্টি হবে সেখানে তাপমাত্রার পরিমাণ খানিকটা কম থাকার কথাও জানিয়েছেন তিনি ৷