কলকাতা, 11 জুন : পৌরনিগমের কর্মী-আধিকারিকদের কাজ করার ক্ষেত্রে গা-ছাড়া মনোভাব নিয়ে আখচার অভিযোগ শোনা যায় । সম্প্রতি আচমকাই পৌর কমিশনার বিনোদ কুমার বিভিন্ন অফিসে অভিযান চালিয়ে দেখেন কাজের সময় কর্মী, আধিকারিকরা নেই । এরপর বিষয়টি নিয়ে উচ্চতর কর্তৃপক্ষ নড়েচড়ে বসেন । আর গা-ছাড়া মনোভাব চলবে না কাজ করা । কর্মসংস্কৃতি ফেরাতে তৎপর কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation)। বড় পদক্ষেপ নিলেন পুর কমিশনার বিনোদ কুমার ।
সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে তিনি জানিয়েছেন, শহরজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পুর অফিসগুলিতে আচমকা ভিজিট করতে হবে শীর্ষকর্তাদের । কিছুদিন আগেই মেয়র ফিরহাদ হাকিম জানান, এক জায়গায় কোনও কর্মী, আধিকারিককে দীর্ঘদিন রাখা হবে না । দ্রুত কাজ করতে হবে । কলকাতা পৌরনিগম সূত্রে খবর, নির্দেশিকায় বলা হয়েছে, দুই বিশেষ কমিশনার তাপস চৌধুরী এবং সোমনাথ দে প্রতি মাসে চার-পাঁচটি অফিসে আচমকা পরিদর্শনে যাবেন । পৌরসচিব হরিহরপ্রসাদ মণ্ডল এবং চিফ মিউনিসিপাল ফিনান্স অফিসার অর্কদেব ভাদুড়িকেও অনুরূপভাবে ভিজিটে যেতে বলা হয়েছে ।