পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টপ নিউজ় @ সন্ধ্যা 7 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়

By

Published : Apr 21, 2021, 7:23 PM IST


1.বাংলায় করোনা সংক্রমণ বৃদ্ধি মোদি মেড ডিজাস্টার : মমতা

বাংলায় করোনা সংক্রমণ বৃদ্ধির ঘটনাযকে "মোদি মেড ডিজাস্টার" বলে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার বালুরঘাটের তৃণমূল প্রার্থী শেখর দাশগুপ্তের সমর্থনে নির্বাচনী জনসভা করেন মমতা । বালুরঘাট টাউন ক্লাব মাঠে জনসভা থেকে তিনি আরও একবার কেন্দ্রীয় সরকারকে দায়ী করলেন করোনা দ্বিতীয় ঢেউয়ের জন্য ।

2. অক্সিজেন ট্রাঙ্কার লিক করে নাসিকে মৃত 22

নাসিকের একটি হাসপাতালে অক্সিজেন গ্যাস লিক করে মৃত্য়ু 22 জনের ৷ হাসপাতালের বাইরে অক্সিজেন ট্যাঙ্কারে লিকেজ ধরা পড়ায় 30 মিনিটের মতো কোভিড রোগীদের অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল ৷ তারপরই 22 জন রোগীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ৷

3.প্রয়াত শঙ্খ ঘোষ

বাংলা সাহিত্য জগতে ইন্দ্রপতন ৷ প্রয়াত কবি শঙ্খ ঘোষ ৷ কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর ৷ কিন্তু শেষরক্ষা হল না ৷ বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি ৷ বয়স হয়েছিল 89 বছর ৷ কবির মৃত্যুতে বাংলা সাহিত্য জগতে শোকের ছায়া ৷

4.অক্সিজেনের অভাবে গুজরাতে 10 করোনা রোগীর মৃত্যু

গুজরাতের বনসকাঁথা জেলায় অক্সিজেনের অভাবে মৃত্যু হল 10 জন কোভিড রোগীর ৷ মোট দু'টি হাসপাতালে এই রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে ৷

5.শঙ্খের প্রয়াণে ক্ষতি গণতন্ত্রের, বলছেন রাজনীতিকরা

89 বছরে বয়সে প্রয়াত হয়েছেন কবি শঙ্খ ঘোষ ৷ বাংলার সারস্বত সমাজে বিষাদের ছায়া ৷ শঙ্খ ঘোষের প্রয়াণে শোকপ্রকাশ করলেন রাজনীতিবিদরাও ৷ ইতিমধ্যে শোকবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "বিশিষ্ট কবি, সাহিত্য সমালোচক ও রবীন্দ্র বিশেষজ্ঞ শঙ্খ ঘোষের প্রয়াণে আমি গভীর শোকপ্রকাশ করছি ।" শঙ্খ ঘোষের সঙ্গে ঘনিষ্ঠতার কথাও জানান মুখ্যমন্ত্রী ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "শঙ্খবাবুর সঙ্গে আমার অত্যন্ত সুসম্পর্ক ছিল । তাঁর প্রয়াণে সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি হল ।"

6.শেষ ইচ্ছা অনুসারেই গান স্যালুট নয় শেষকৃত্যে

মৃত্যুর সময় তাঁর স্ত্রীকে শেষ ইচ্ছায় জানিয়েছিলেন তিনি যদি করোনা আক্রান্ত হয়ে মারা যান তাহলে যেন তাঁকে গান স্যালুট না দেওয়া হয় ।

7.প্রখর রোদে মানুষকে কোভিড বিধি বোঝাচ্ছেন অন্তঃসত্ত্বা ডিএসপি

প্রখর রোদে রাস্তায় দাঁড়িয়ে আমজনতাকে কোভিড নিয়ে সচেতন করছেন এক অন্তঃসত্ত্বা ৷ গত কয়েক দিন ধরেই নেট দুনিয়ায় ভাইরাল এই ছবি ৷ এই যুবতি ছত্তিশগড়ের দান্তেওয়াড়ার ডিএসপি শিল্পা সাহু ৷ তাঁর কর্তব্যপরায়ণতাকে কুর্নিশ জানিয়েছে পুলিশ মহল, আপ্লুত নেট নাগরিকরাও ৷

8.বিপন্ন করে গেলেন, কীর্তির চেয়েও মহৎ তিনি ; স্মৃতিচারণায় বিদ্বজ্জনরা

89 বছর বয়সে করোনা আক্রান্ত হয়ে বাবরের প্রার্থনা, লাইনেই ছিলাম বাবার কবি শঙ্খ ঘোষের মৃত্যুতে বাঙালি সারস্বত সমাজে বিষাদের ছায়া ৷

9.ভমিকাকে নিয়ে বিমানবন্দরে বিরুষ্কা, মুহূর্তে ভাইরাল ছবি

মুম্বই বিমানবন্দরে ক্যামেরায় ধরা দিলেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি ৷ তাঁদের সঙ্গে কন্যা ভমিকাকেও দেখা গিয়েছে ৷ তাঁদের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি ৷

10.করোনা আক্রান্ত ধোনির মা-বাবা, ভরতি হাসপাতালে

ধোনির মা দেবকী এবং বাবা পান সিং, দুজনকেই রাঁচির একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details