পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টপ নিউজ় @ রাত 9 টা - রাত 9 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়

By

Published : Nov 2, 2020, 9:03 PM IST

  1. ট্রেন চালাতে প্রস্তুত রেল, বৃহস্পতিবার ফের বৈঠক

নবান্ন সূত্রে খবর, 72 ঘণ্টার মধ্যে ট্রেন চালাতে প্রস্তুত দক্ষিণ ও পূর্ব রেল । প্রাথমিক ভাবে 10 শতাংশ এবং কালী পুজোর পর 25 শতাংশ ট্রেন চলবে বলে রেলের তরফে জানানো হয়েছে রাজ্য সরকারকে ।

2. হাওড়ায় ফের যাত্রী বিক্ষোভ, মোতায়েন পুলিশ

গত শনিবারের মতো বেশ কিছু যাত্রী হাওড়া স্টেশনে আসেন স্পেশাল ট্রেনে ওঠার জন্য । স্টেশনে ঢোকার মুখেই রেলপুলিশ পথ আটকায় তাঁদের । এতেই ফের দুপক্ষের মধ্যে বচসা শুরু হয় । যাত্রীরা বিক্ষোভ দেখান ।

3. রক্তক্ষরণ বন্ধ হলেও সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে । আজ হাসপাতালের তরফে একথা জানানো হয় ।

4.ফের মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার আল কায়দা জঙ্গি

ফের মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হল এক আল কায়দা জঙ্গিকে । NIA-র দিল্লির বিশেষ দল অভিযান চালিয়ে আবদুল মোমিন মণ্ডল নামে ওই জঙ্গিকে গ্রেপ্তার করেছে । ধৃতকে কলকাতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে ।
5. বাড়িতে গিয়েও পার্থর সঙ্গে দেখা হল না ছত্রধরের

পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে স্ত্রী নিয়তি মাহাতকে সঙ্গে নিয়ে ছত্রধর মাহাত আসেন বিজয়া করতে । কিন্তু পারিবারিক কাজে ব্যস্ত থাকার কথা বলে দেখা করলেন না তৃণমূল কংগ্রেসের মহাসচিব ।

6. বিধানসভা ভোটের প্রস্তুতি, সামারি রিভিশনে সর্বদল বৈঠক ডাকল কমিশন

আসন্ন বিধানসভা নির্বাচন ৷ তারই প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন ৷

7. কাবুল বিশ্ববিদ্যালয়ের বইমেলায় আত্মঘাতী জঙ্গি হানা, মৃত 25

সোমবার আফগান-ইরানিয়ান বইমেলা চলছিল বিশ্ববিদ্যালয় চত্বরে ৷ বহু অতিথি ছিলেন ৷ সেখানেই হানা দেয় আত্মঘাতী বন্দুকবাজরা ৷

8.থানা গুঁড়িয়ে দেব, দুর্গাপুরে পুলিশকে হুঁশিয়ারি রাজু বন্দোপাধ্যায়ের

রাজ্যজুড়ে BJP কর্মীদের খুন করা হচ্ছে, এমন অভিযোগ তুলে সোমবার BJP-র পক্ষ থেকে রাজ্যের সমস্ত থানা ঘেরাওয়ের ডাক দেওয়া হয় । দুর্গাপুরে থানা ঘেরাও কর্মসূচিতে যোগ দেন BJP-র রাজ্য নেতা রাজু বন্দোপধ্যায় ।

9."TMC সিরিয়াল কিলার", রানিগঞ্জ থানা ঘেরাও অগ্নিমিত্রা পালের

দলীয় কর্মী খুনের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি BJP-র । সম্প্রতি কল্যাণীর গয়েশপুরের একটি আমবাগানে গাছের ডাল থেকে BJP কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় । তারপরই পুলিশি নিষ্ক্রিয়তা ও আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে থানা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয় । সেই কর্মসূচির অঙ্গ হিসেবে রানিগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান রাজ্যের BJP মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল ৷

10. ট্রেন চালুর দাবিতে বৈদ্যবাটি স্টেশনে অবরোধ

ট্রেন চালুর দাবিতে বৈদ্যবাটি স্টেশনে অবরোধ করলেন যাত্রীরা । আজ সকাল থেকে সেখানে অবরোধ করা হয় । রেললাইনে গাছের ডাল ফেলে ট্রেন আটকে দেন তাঁরা । তার উপর বৈদ্যবাটি রেলগেটও বন্ধ করে দেওয়া হয় । ফলে GT রোডে যানচলাচল ব্যাহত হয় ।

ABOUT THE AUTHOR

...view details