পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টপ নিউজ় @ রাত 9 টা - TOP NEWS OF THE DAY

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ রাত 9 টা
টপ নিউজ় @ রাত 9 টা

By

Published : May 21, 2021, 9:03 PM IST

1.নারদ মামলার শুনানিতে পাঁচ বিচারপতির বেঞ্চ গঠন হাইকোর্টের

আগামী 24 মে সকাল 11টার সময় মামলাটির শুনানি হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কলকাতা হাইকোর্টে রেজিস্ট্রার জেনেরাল প্রসেনজিৎ বিশ্বাস ।

2.জেল-হাসপাতাল কাটিয়ে বাড়ি ফিরলেন ফিরহাদ

আজ সন্ধ্যা 6টা 45 মিনিট নাগাদ প্রেসিডেন্সি জেল থেকে বেরিয়ে চেতলার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ও কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । সাতটা নাগাদ নিজের বাড়িতে পৌঁছান তিনি ।

3. পরাধীন ভারতে গৃহবন্দি হতে হয়েছিল কলকাতার তৎকালীন প্রাক্তন মেয়র সুভাচন্দ্রকেও

নারদ কাণ্ডের জেরে গৃহবন্দি কলকাতার তিন প্রাক্তন মেয়র ৷ এই ঘটনা মনে করায় অতীতের এক ঘটনা ৷ পরাধীন ভারতে গৃহবন্দি করা হয়েছিল কলকাতার তৎকালীন প্রাক্তন মেয়র নেতাজি সুভাষচন্দ্র বসুকেও ৷ আজ আরও একবার বাঙালির হয়তো ফিরে যাবে অতীতের সেই দিনগুলোতে ৷

4. ঘূর্ণিঝড় যশ নিয়ে পশ্চিমবঙ্গ সহ উপকূলবর্তী রাজ্যগুলিকে সতর্ক করল স্বাস্থ্যমন্ত্রক

মুখ্যসচিবদের লেখা ওই চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব জানিয়েছেন, মৌসম ভবনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, উত্তর আন্দামান সাগরের উপর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ যা আগামী 24 মে সাইক্লোনে পরিণত হতে পারে ৷ সেটি উত্তর-পশ্চিম বরাবর উপকূলের দিকে এগিয়ে আসবে এবং ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে 26 মে সকালে আছড়ে পড়তে পারে ৷

5.কাটল না জট, 5 দিন ধরে রাজ্যজুড়ে নারদ-নারদ

পাঁচ দিন ধরে নারদ নারদ চলছে রাজ্যজুড়ে ৷ সিবিআই চার হেভিওয়েট নেতা-মন্ত্রীকে গ্রেফতার করার পর থেকে বদলে গিয়েছে রাজনীতির রং ৷ হাইকোর্টে রোজ চলছে জোর সওয়াল-জবাব ৷ তবে এখনও মামলার নিষ্পত্তি হয়নি ৷ জামিন নিয়ে বিচারপতিরা দ্বিমত পোষণ করায় আপাতত গৃহবন্দি চার হেভিওয়েট নেতা ৷ একনজরে দেখে নেব এই পাঁচ দিনের টানাপোড়েন ৷

6.শ্রমিক সংগঠনের রাশ হাতে আসার পরই শুরু হয় দলের একাংশের বিরুদ্ধাচরণ : বিশ্বনাথ পাড়িয়াল

পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল । দুর্গাপুরের ভূমিপুত্র তিনি ৷ বিশ্বনাথ পাড়িয়াল তৃণমূল কংগ্রেসের জন্মের আগে কংগ্রেসে থাকাকালীন যে সমস্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কোনও দিন তিনি পরাজিত হননি । কিন্তু একুশের নির্বাচন তাঁকে পরাজয় এনে দিয়েছে ৷ দুর্গাপুর পশ্চিম কেন্দ্র থেকে এবার তাঁকে পরাজিত হতে হয়েছে বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুইয়ের কাছে । তাহলে হঠাৎ এই ছন্দপতন কেন ? পরাজয়ের পর এই প্রথম জনসমক্ষে এলেন তিনি ৷ ইটিভি ভারতকে দিলেন একান্ত সাক্ষাৎকার ৷

7.ঘনীভূত হচ্ছে যশ, আজ সন্ধ্যার পরও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সন্ধ্যের পর কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

8.যশ মোকাবিলায় অপ্রয়োজনীয় কেবিলের তার সরিয়ে ফেলার নির্দেশ কলকাতা পৌর নিগমের

গতবছর আমফানে কেবলের তার জড়িয়ে উপড়ে পড়েছিল বহু ল্যাম্পপোস্ট । কেবিলের তার পেঁচিয়ে অনেক গাছ ভেঙে পড়েছিল । তার জড়িয়ে থাকার ফলে গাছ কেটে রাস্তা পরিষ্কার করতেও অনেক বেশি সময় লেগে গিয়েছিল কলকাতা পৌর নিগমের ।

9.জামিন নিয়ে দ্বিধাবিভক্ত বিচারপতিরা, 4 হেভিওয়েটকে গৃহবন্দি রাখার নির্দেশ

4 হেভিওয়েটের জামিন নিয়ে দ্বিধাবিভক্ত কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি । আপাতত নারদ কাণ্ডে ধৃত চার হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছেন তাঁরা ।

10. জলে ভরা চোখ, কণ্ঠরুদ্ধ ; ভার্চুয়াল বৈঠকে কেন কেঁদে ফেললেন মোদি ?

বারাণসীর ডাক্তার ও ফ্রন্টলাইন কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে কথা বলছিলেন ৷ হঠাত্ই কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর গলা ধরে এল ৷

ABOUT THE AUTHOR

...view details