পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টপ নিউজ় @ সকাল 9 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়

By

Published : May 19, 2021, 9:15 AM IST

Updated : May 19, 2021, 9:38 AM IST

1.রাজ্যে করোনায় সুস্থতার হার বেড়ে 87.60 শতাংশ

গত 24 ঘণ্টায় রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 19 হাজার 428 জন ৷ গতকালের থেকে সামান্য বেড়েছে আক্রান্তের সংখ্যা ৷

2. করোনা আক্রান্ত সস্ত্রীক বুদ্ধবাবু, হাসপাতালে মীরাদেবী

দিন কয়েক ধরেই জ্বর- সর্দি কাশিতে ভুগছিলেন মীরা ভট্টাচার্য । করোনা পরীক্ষার পরই পজিটিভ রিপোর্ট পাওয়া যায় । রিপোর্ট পজিটিভ আসে বুদ্ধবাবুর ।

3.তখতের দাপটে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে গুজরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী

গুজরাত সরকারের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় তখতের দাপটে, কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে ৷ এছাড়া রাজ্যের উপকূলবর্তী এলাকায় ব্যাপক ধ্বংসলীলা চালায় তখতে ৷ ভেঙে পড়ে প্রচুর বৈদ্যুতিন খুঁটি, ক্ষতিগ্রস্থ হয় একাধিক ঘর-বাড়ি ৷

4.ওড়িশায় পয়লা জুন অবধি বাড়ানো হল লকডাউন

1 জুন পর্যন্ত বাড়িয়েছে লকডাউন বাড়ালো ওড়িশা সরকার ৷ সপ্তাহান্তের পূর্ণ লকডাউন আগের মতোই জারি থাকছে ৷ সপ্তাহের অন্যান্য দিনগুলিতে সকাল 7 টা থেকে সকাল 11 টা পর্যন্ত প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটায় ছাড় দেওয়া হচ্ছে ৷

5. দেশের মোট জনসংখ্যার 2%-এরও কম কোভিডে ক্ষতিগ্রস্ত : কেন্দ্র

দেশের জনসংখ্যার 2 শতাংশেরও কম কোভিড 19-এ সংক্রমিত হয়েছেন ৷ এ কথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল ৷

6.গ্রামগুলিতে কোভিডের মারণগ্রাস

করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য বেশ কয়েকটি গ্রাম কার্যকর পদক্ষেপ করেছিল । গ্রামে প্রবেশের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করেছিল । প্রবেশাধিকার সীমিত করেছিল বেশ কয়েকটি গ্রাম । সঙ্গে ছিল সচেতনতা বৃদ্ধির লড়াই । কোভিডের বিরুদ্ধে লড়াই করার জন্য এই জাতীয় পদক্ষেপই একমাত্র উপায় ।

7.ধৃত চার নেতার জামিন খারিজের শুনানি বুধেই , গৃহিত হল না তাঁদের আবেদন

বুধবারই হাইকোর্টে শুনানি হবে নারদ মামলার ৷ সোমবারের নির্দেশেই বহাল রাখল কলকাতা হাইকোর্ট ৷ মমতার মন্ত্রিসভার দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র ও কলকাতা পৌরনিগমের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের জামিন সোমবার স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট ৷

8. স্যান্ডপেপার গেট নিয়ে নতুন কী তথ্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে দিলেন ব্যানক্রফ্ট

বর্তমানে অজ়ি দলে নেই ব্যানক্রফ্ট ৷ তবে কাউন্টি ক্রিকেট খেলছেন তিনি ৷ সেখানেই একটি সংবাদ পত্রে সাক্ষাৎকার দেওয়ার সময়, তাঁর কথায়, 2018 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে বল বিকৃতির ঘটনায় অজ়ি বোলারদের জড়িয়ে থাকার ইঙ্গিত মেলে ৷

9.তেলাঙ্গানায় লকডাউনের সময়সীমা বেড়ে 30 মে

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ থেকে বাঁচতে তেলাঙ্গানায় প্রথমে নাইট কার্ফু চালু করা হয় ৷ এরপর 12 মে থেকে 21 মে পর্যন্ত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছিল ৷

10.গাছে আইসোলেশন থাকা যুবক করোনা মুক্ত

ঘটনাটি 15 দিনের আগের ৷ খবর পেয়ে প্রশাসনের তরফে তাঁকে আইসোলেশন সেন্টারে পাঠানো হয় ৷ যদিও ততদিনে 9 দিন কেটে গিয়েছে ৷ সেখান থেকে মঙ্গলবার তিনি ফিরে আসেন বাড়িতে ৷

Last Updated : May 19, 2021, 9:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details