পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টপ নিউজ় @ বিকেল 5 টা - TOP NEWS OF THE DAY

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়

By

Published : Apr 25, 2021, 5:13 PM IST

1.ভবানীপুর থেকে শেষ হাসি হাসতে পারবেন মমতা ?

নন্দীগ্রামের লড়াইয়ে কে জিতবেন সেই দিকেই সবার নজর ৷ তবে আরও একটি কেন্দ্র রয়েছে যা মমতার রাজনৈতিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ৷ সেটি ভবানীপুর ৷ এই ভবানীপুর থেকেই তিনি বাংলার বিধায়ক হয়েছে ৷ সোমবার ইভিএমে বন্দি হবে ভবানীপুরের রায় ৷ ভবানীপুর কি হাসি ফোটাবে নেত্রীর মুখে ?

2.দ্বিতীয়বার করোনায় আক্রান্ত বাবুল, পজ়িটিভ তাঁর স্ত্রী-ও

করোনার থাবা দিন দিন চওড়া হচ্ছে ৷ এ বার আক্রান্ত হলেন বিজেপি নেতা বাবুল সুপ্রিয় ৷ টুইটে তিনি জানিয়েছেন, তিনি ও তাঁর স্ত্রী দুজনেই কোভিড 19-এ আক্রান্ত ৷

3. বিনামূল্যে রাজ্যবাসীকে কোভিড ভ্যাকসিন দেবে মহারাষ্ট্র সরকার

শনিবার রাজ্যবাসীকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করল মহারাষ্ট্র সরকার ৷ ক্যাবিনেট মন্ত্রী নবাব মালিক জানান, ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করেছে দিয়েছে সরকার ৷

4.এখন জন কি বাত জরুরি, মোদিকে তোপ রাহুলের

মন কি বাত নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তিনি বলেন, "কোভিড সঙ্কটকালে এখন জরুরি জন কি বাত ৷"

5.করোনা মোকাবিলায় নবান্নে 24 ঘণ্টার কন্ট্রোল রুম

রাজ্যের বেশ কিছু অক্সিজেন প্ল্যান্টে খালি সিলিন্ডারের অভাব দেখা দিয়েছে । মূলত এই সিলিন্ডারগুলি আসে মহারাষ্ট্র থেকে । কিন্তু নতুন করে সিলিন্ডার না আসায় অক্সিজেনের উৎপাদন বৃদ্ধি করলে ও প্রয়োজনীয় ঘাটতি মেটানোর ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছে নবান্ন ।

6.করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু খড়দার তৃণমূল প্রার্থীর

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহার ৷ করোনা রিপোর্ট পজিটিভ আসার পর তিনি ভর্তি ছিলেন বেলেঘাটা আইডিতে ৷ আজ সকাল 9টা 45 মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয় ৷

7.দিল্লিতে আরও এক সপ্তাহ লকডাউন, ঘোষণা কেজরিওয়ালের

লকডাউনের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ৷ সাধারণ মানুষের মত অনুযায়ী, লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে বলে আজ সাংবাদিক বৈঠকে জানালেন কেজরিওয়াল ৷

8.মানিকতলায় মহিলাদের শ্লীলতাহানির ঘটনায় রাজনৈতিক রং

অভিযোগ রাতে দুই মহিলাকে জড়িয়ে ধরে এক ব্যক্তি । তারপর এক মহিলার জামা ছিড়ে দেয় ওই ব্যক্তি । জানা গিয়েছে, ওই ব্যক্তি পেশায় কলা বিক্রেতা । ওই দুই মহিলা মানিকতলা থানায় অভিযোগ দায়ের করতে গেলে, ওই অভিযুক্ত ব্যক্তি সেই সময়ও থানা চত্বরে হাজির ছিল । সূত্রের খবর, ওই দুই মহিলা তৃণমূলের সমর্থক । কিন্তু অভিযুক্ত ব্যক্তি এলাকায় বিজেপি সমর্থক বলে পরিচিত ।

9.করোনা বিধ্বস্তদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব আমাদের : মরিস

করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে আইপিএল হওয়া কি উচিত ? টুইটারে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন অজি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট ৷ এ নিয়ে নানা জনের নানা মত ৷ তবে ক্রিস মরিস মনে করছেন, এমন পরিস্থিতিতে আইপিএলের বিনোদন মানুষের মুখে হাসি ফোটাচ্ছে ৷

10.শুটিংয়ের ফাঁকে খুনসুটিতে মত্ত ঊর্বশী-গুরু রনধাওয়া

অভিনেত্রী ঊর্বশী রাউতেলার ইনস্টাগ্রামে করা একটি মজাদার ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ গায়ক গুরু রনধাওয়ার সঙ্গে সম্প্রতি 'ডুব গয়ে' নামে একটি মিউজিক ভিডিয়োর শুটিং করছেন ৷ সেই শুটিংয়ের সেট থেকেই ইনস্টাগ্রাম ফান বিটিএস ভিডিয়ো শেয়ার করেন ঊর্বশী ৷

ABOUT THE AUTHOR

...view details