1.কাস্ত্রো-যুগের অবসান, কিউবার গদি ছাড়লেন রাউল, শাসনভার মিগেলের হাতে
দীর্ঘ ছ'দশকের শাসনের অবসান ঘটিয়ে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দিলেন পরবর্তী প্রজন্মের নেতার হাতে, ঘোষণা রাউল কাস্ত্রোর ৷
2. গত 24 ঘণ্টায় করোনায় মালদায় নতুন করে সংক্রামিত 433
করোনার দ্বিতীয় ঢেউয়ে একদিনে রেকর্ড সংক্রমণ হল মালদা জেলায় ৷ গত 24 ঘণ্টায় নতুন করে সংক্রামিত হয়েছেন 433 জন ৷
3."মুখ্যমন্ত্রীর ফোনে আড়ি পাতছে বিজেপি", কমিশনে নালিশ তৃণমূলের
শীতলকুচির প্রার্থীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথোপকথনের অডিয়ো টেপ নিয়ে কমিশনে নালিশ জানাল তৃণমূল ৷
4. দুশ্চরিত্র-লম্পট, ওকে ভোট দেবেন না ; আবেদন কালিয়াগঞ্জের বিজেপির প্রার্থীর স্ত্রীর
এমনই সব অভিযোগ তুলে কালিয়াগঞ্জবাসীর কাছে বিজেপি প্রার্থী সৌমেন রায়কে ভোট না দেওয়ার আবেদন জানালেন তাঁর স্ত্রী শর্বরী সিংহরায় ৷
5. কল্যাণীতে বিজেপি সমর্থকদের লক্ষ্য করে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল
বিজেপি সমর্থকদের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি সমর্থকদের লক্ষ্য করে বোমাবাজি করে ৷