1.কাল 12 ঘণ্টার বাংলা বনধ বামেদের
নবান্ন অভিযানে বেশ কয়েকজন বাম ছাত্র ও যুব সমর্থক আহত হন । এরই প্রতিবাদে আগামীকাল 12 ঘণ্টার বাংলা বনধের ডাক দিল বাম সংগঠনগুলি ।
2. বিজেপির রথযাত্রা আটকাতে মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, খারিজ কলকাতা হাইকোর্টের
বিজেপির রথযাত্রা আটকাতে জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। রাজনৈতিক সমস্যার সমাধান করার জন্য আদালত বসে নেই মন্তব্য করেছেন বিচারপতি রাজেশ বিন্দাল।
3. নবান্ন অভিযান : বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, লাঠিচার্জ
কর্মসংস্থান ও শিল্পের দাবিতে এবং রাজ্যে সরকার বদলের ডাক দিয়ে আজ নবান্ন অভিযান কর্মসূচি নিয়েছে 10টি বামপন্থী যুব ও ছাত্র সংগঠন । ধর্মতলায় অ্যালুমিনিয়াম শিট দিয়ে তৈরি ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা । এরপরেই পরিস্থিতি ধুন্ধুমার হয়ে ওঠে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ছোড়ে পুলিশ । ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল । বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জও করে পুলিশ ।
4.কোনও ক্ষতি স্বীকার না করেই লাদাখে চিনের সঙ্গে সমস্যা মেটাল ভারত : রাজনাথ
বৃহস্পতিবার রাজ্যসভায় চিনের সঙ্গে সমস্যা নিয়ে বক্তব্য পেশ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ তিনি জানান, লাদাখে প্যাংগং সো থেকে সেনা সরানো নিয়ে চিন ও ভারত এক মত হয়েছে৷ আর এই প্রক্রিয়ায় ভারতের কোনও ক্ষতি হয়নি৷
5."চলো পালটাই", ভোট-বঙ্গে নতুন স্লোগান শাহের
কোচবিহার রাসমেলার মাঠ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা অমিত শাহের৷ জয় শ্রীরাম স্লোগান নিয়ে আক্রমণ তৃণমূলনেত্রীকে৷ অমিতের দাবি, বিধানসভা ভোটের পর ‘জয় শ্রীরাম’ স্লোগান দেবেন মমতাও!