পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টপ নিউজ় @ বিকেল 5টা - টপ নিউজ় @ বিকেল 5টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়

By

Published : Dec 28, 2020, 5:03 PM IST

1.মন্ত্রীদের সামনেই চেয়ার ছোড়াছুড়ি, তুমুল বিক্ষোভ নেতাজি ইন্ডোরে

স্থায়ী চাকরি সহ একাধিক দাবিতে শ্রম দপ্তরের ঠিকা শ্রমিকদের বিক্ষোভ নেতাজি ইন্ডোরে । মন্ত্রীদের সামনেই চলে বিক্ষোভ-স্লোগান-চেয়ার ছোড়াছুড়ি । ছেঁড়া হয় হোর্ডিং, ফেস্টুন । ফিরহাদ হাকিম, মলয় ঘটকের সামনেই চলে বিক্ষোভ । বিক্ষোভের মুখে পড়েন সাধন পাণ্ডে, শোভনদেব চট্টোপাধ্যায়রাও ।

2. মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সারদার টিভি চ্যানেলে বেতন, সুপ্রিম কোর্টে জানাল সিবিআই

সারদা চিটফান্ড কাণ্ডে এবার জড়িয়ে গেল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল। একটি সাংবাদ সংস্থার তরফে দেওয়া খবর অনুযায়ী, বিষয়টি সুপ্রিম কোর্টকে ইতিমধ্যেই জানিয়েছে কেন্দ্রীয় তদন্তককারী সংস্থা বা সিবিআই। তারা শীর্ষ আদালতকে জানিয়েছে, সারদার যে কম্পানিগুলি ছিল, তার মধ্যে একটি টিভি চ্যানেলের কর্মীদের 23 মাসের বেতন দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে।

3."আপনার দৃঢ় কণ্ঠ আমার শক্তির উৎস", মুখ্যমন্ত্রীকে চিঠি অমর্ত্য সেনের

মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। শান্তিনিকতনে অমর্ত্য সেনের বাড়ি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে। তাতে ওই অর্থনীতিবিদের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বার্তা তিনি চিঠি লিখে জানিয়েছিলেন অমর্ত্য সেনকে। আজ তারই উত্তর দিয়ে চিঠি দিয়েছেন এই নোবেলজয়ী অর্থনীতিবিদ।

4. বিশ্বভারতীকে দেওয়া রাস্তা ফিরিয়ে নেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বভারতীকে দেওয়া রাস্তা ফেরত নিচ্ছে রাজ্য সরকার । এদিন প্রশাসনিক বৈঠকে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সাধারণ মানুষের ব্যবহৃত এই রাস্তা প্রায় সময় বন্ধ করে দেওয়া হত বিশ্বভারতীর তরফে । এনিয়ে স্থানীয়দের ক্ষোভ ছিল দীর্ঘদিন ধরে । আশ্রমিকরাও এই মর্মে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে ৷

5. "পাড়ায় পাড়ায় সমাধান", নয়া কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

বীরভূমের মাটিতে দাঁড়িয়ে রাজ্য সরকারের নয়া কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ "পাড়ায় পাড়ায় সমাধান" রাজ্য সরকারের নয়া কর্মসূচি ৷ আজ প্রশাসনিক সভা থেকে এই কর্মসূচির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "ছোটো ছোটো কাজ বাস্তবায়নে এই কর্মসূচি ৷" পাশাপাশি আজ সভা থেকে শহিদ রাজেশ ওরাঙের বোনকে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ৷

6. নন্দীগ্রামের সভায় থাকছেন না মমতা

আগামী 7 জানুয়ারি নন্দীগ্রামের সভায় থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আপাতত তিনি নন্দীগ্রামে যাচ্ছেন না বলে সূত্রের খবর । তবে ওইদিনের তৃণমূলের সভা বাতিল হয়নি বলেই জানা গিয়েছে । ওই সভা তথা কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলেও সুব্রত বক্সি-সহ অন্য তৃণমূল নেতৃত্ব উপস্থিত থাকবেন ৷


7."ওরা যে বুলি আওড়াচ্ছে সেটা ভারতীয় সংস্কৃতি নয়, বহিরাগত চিন্তাধারা"

মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয়-র মতো বিজেপি নেতাদের বহিরাগত বলে আক্রমণ করেছেন । আজ বোলপুরের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, "আমরা দেশের লোককে বহিরাগত বলি না । আমরা সাধারণত যে কোনও রাজ্যেই যেতে পারি । ইদানিং একটা চিন্তাধারা হয়েছে বিজেপির যে, বাংলার সংস্কৃতির মেরুদণ্ডকে ভেঙে দাও । আত্মঅহংকার ভেঙে দাও । ইতিহাসকে ভুলিয়ে দাও । রাজনীতির মতাদর্শটাকে অশান্তি দিয়ে উড়িয়ে দাও । ওরা যে বুলি আওড়াচ্ছে সেটা ভারতীয় সংস্কৃতি নয় । আমরা মনে করি এটা বহিরাগত চিন্তাধারা । "

8. দলের প্রতিষ্ঠা দিবসেই দেশে নেই রাহুল, কটাক্ষ বিজেপির

কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসেই দেশে নেই রাহুল গান্ধি । তিনি এখন ব্যক্তিগত সফরে বিদেশে রয়েছেন। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

9. ভারতের প্রথম চালকবিহীন মেট্রো দিল্লিতে

ভারতে প্রথম চালকহীন এই মেট্রোটির যাত্রা পথ হবে 38 কিলোমিটার ৷ চলবে দিল্লি মেট্রো পথের ম্যাজ়েন্টা লাইন অর্থাৎ 8 নম্বর লাইনে ৷

10. দশকের স্পিরিট অফ দা ক্রিকেট পুরস্কার পেলেন ধোনি

কয়েক বছর হল টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৷ কয়েক মাস আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকেও ব্যাট-বল তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ৷ কিন্তু, তাতেও মহেন্দ্র সিং ধোনির জনপ্রিয়তায় ভাটা পড়েনি ৷ আরও একবার তা বোঝা গেল ৷ ধোনির মুকুটে জুড়ে গেল এক নতুন পালক ৷ আইসিসি দশকের স্পিরিট অফ দা ক্রিকেট পুরস্কার পেলেন মাহি ৷

ABOUT THE AUTHOR

...view details