1.অমর্ত্য সেনকে অপমানের অভিযোগ, কাল রাজপথে বুদ্ধিজীবীরা
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে অপমান করা হয়েছে বলে মনে করছেন বুদ্ধিজীবীরা । এই অপমানের প্রতিবাদে পথে নামছেন তাঁরা । আগামীকাল দুপুরে বাংলা অ্যাকাডেমির সামনে প্রতিবাদ সভা করবেন তাঁরা । প্রতিবাদে শামিল হবেন ব্রাত্য বসু, শুভাপ্রসন্ন, অরিন্দম শীল, যোগেন চৌধুরি, জয় গোস্বামী-সহ অন্য তৃণমূল ঘনিষ্ঠ বুদ্ধিজীবীরা ।
2. অধিবেশন বসলেই আস্থা ভোটের পরিকল্পনা বিরোধীদের
বিধানসভার অধিবেশন বসানোর জন্য একাধিকবার কংগ্রেস এবং বামফ্রন্ট পরিষদীয় দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। কোরোনা পরিস্থিতির পর লকডাউন এবং আতঙ্কের জেরে বসানো যায়নি বিধানসভার অধিবেশন। অল্প কয়েকদিনের জন্য এই পরিস্থিতির মধ্যেও বিধানসভার অধিবেশন বসানো হয়েছিল। স্বল্পকালীন এই অধিবেশনে সন্তুষ্ট নয় বিরোধীরা। বিরোধীদের পক্ষ থেকে জানানো হয়েছে, অবিলম্বে বিধানসভার অধিবেশন ডাকতে হবে।'
3. প্রকাশিত মাধ্যমিকের সূচি, 1 জুন শুরু পরীক্ষা
23 ডিসেম্বর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছিলেন, জুন মাসে হবে 2021 সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা । প্রথমে মাধ্যমিক ও তারপর উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে । আগে উচ্চমাধ্যমিকের সূচি প্রকাশিত হয়ে যাওয়ার পর আজ 2021 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ । এই সূচি অনুযায়ী, 2021 সালের 1 জুন শুরু হবে পরীক্ষা । চলবে 10 জুন পর্যন্ত ।
4. পিছিয়ে গেল উচ্চমাধ্যমিকের শেষ দিনের পরীক্ষা, কারণ জানালেন শিক্ষামন্ত্রী
আদিবাসী সম্প্রদায়ের "হুল দিবস"-এর কারণে উচ্চমাধ্যমিকের 30 জুনের পরীক্ষা পিছিয়ে দেওয়ার প্রস্তাব। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে পরীক্ষা পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
5. অধীরই জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, কংগ্রেস বিধায়কের টুইটে ক্ষোভ
বাংলার বিধানসভা নির্বাচনে অধীর চৌধুরিকে মুখ্যমন্ত্রীর মুখ করার দাবি তুললেন কংগ্রেস বিধায়করা। বাম কংগ্রেস জোটের সিলমোহর কংগ্রেস হাইকমান্ড দেওয়ার সঙ্গে সঙ্গেই পুরুলিয়ার বাঘমুন্ডির বিধায়ক নেপাল মাহাতো টুইটারে দাবি তোলেন, বাম কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে অধীর চৌধুরিকে সামনে রাখতে হবে।