- কোরোনা আক্রান্ত জে পি নাড্ডা
তিনদিন আগেই পশ্চিমবঙ্গ সফর থেকে ফিরেছেন । আর এবার কোরোনা আক্রান্ত হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷
2. চাকরির প্রতিশ্রুতি কার্ড দেবে বিজেপি
রাজ্যের যুবকদের চাকরির প্রতিশ্রুতি কার্ড দেবে বিজেপি । সাংবাদিক বৈঠক থেকে আজ এই ঘোষণা করেন সৌমিত্র খাঁ ৷
3. ঠোকাঠুকি : দিলীপের "হরিদাস পাল"; অন্নপ্রাশন হয়নি, জবাব কল্যাণের
গদি চাই। যুদ্ধং দেহি মেজাজে তাই এ বলছে ও খারাপ। ও বলছে আয়নায় নিজের মুখখানা দেখ। চলছে কথা কাটাকাটি। মাথা-ভারী, পায়া-ভারীদের হুংকারে হাওয়া হচ্ছে বেশ গরম। ভোট আসছে ভাই। ইটিভি ভারতের নিবেদন তাই - ঠোকাঠুকি।
4. সৈকত ভাওয়াল খুনের ঘটনায় ধৃত 3, বীজপুর থানায় বিক্ষোভ বিজেপির
বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে বেরিয়ে খুন হন বছর চব্বিশের সৈকত ভাওয়াল । দলীয় কর্মী খুনের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে আজ বীজপুর থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি ।
5. পূর্বস্থলীতে নিখোঁজ বিজেপি কর্মীর দেহ উদ্ধার
বিজেপি কর্মী সৈকত ভাওয়ালের খুনের ঘটনায় এখনও উত্তপ্ত হালিশহর । চলছে রাজনৈতিক চাপানউতোর । এরই মাঝে পূর্বস্থলীতে একটি পুকুর থেকে উদ্ধার হল এক বিজেপি কর্মীর দেহ । নাম সুকদেব প্রামাণিক । বাড়ি পূর্বস্থলীর 2 নম্বর ব্লকের নিমদহ গ্রাম পঞ্চায়েত এলাকায় । দু'দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি । তৃণমূল আশ্রিত দৃষ্কৃতীরাই তাঁকে খুন করেছে বলে অভিযোগ বিজেপির । যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।
6. "অর্ধেক ভারত যখন অনাহারে তখন নতুন সংসদ ভবন কেন ?", প্রধানমন্ত্রীকে প্রশ্ন কমলের
বৃহস্পতিবার নতুন সংসদ ভবনের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কোরোনা পরিস্থিতিতে নতুন সংসদ ভবন তৈরির যৌক্তিকতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছে বিরোধীরা । সংসদ ভবন তৈরির টাকা কৃষকদের দেওয়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এবার এই নিয়ে সরব হলেন অভিনেতা তথা রাজনীতিবিদ কমল হাসান ।
7. "আমরা ক্ষমতায় এলে মেয়েদের স্বনির্ভর করব", একান্ত সাক্ষাৎকারে লকেট
রাজ্যে বাড়ছে নারী নির্যাতন । বিরোধীদের অভিযোগের তালিকায় রয়েছে একাধিক দুর্নীতি । ক্ষমতায় এলে কী পরিকল্পনা বিজেপি-র ? সিঙ্গুরের বিষয়ে কী ভাবছে তারা ? এমন একাধিক প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় ।
8. "আমার সাথে কাউকে জড়াবেন না", বৈঠকের পর বললেন রাজীব
তাঁর কিছু মন্তব্য দলের বিড়ম্বনা বাড়িয়েছিল । এই পরিস্থিতিতে আজ রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । ছিলেন প্রশান্ত কিশোরও । আর বৈঠক শেষে রাজীববাবু বলেন, "আমার সাথে কাউকে জড়বেন না ।" তবে ক্ষোভ যে কারও থাকতেই পারে তা জানাতেও ভোলেননি তিনি ।
9. বহিষ্কৃত হয়ে মিষ্টিমুখ, মমতাকে চ্যালেঞ্জ কণিষ্কের
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে গতকাল সরব হয়েছিলেন কণিষ্ক পণ্ডা । পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ছিলেন। তিনি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন । এরপর আজ তাঁকে বহিষ্কার করে তৃণমূল ।
10. আফগানিস্তান, ইরাক, কাশ্মীরের চেয়ে ভালো অবস্থা নয় পশ্চিমবঙ্গের : দিলীপ ঘোষ
"আফগানিস্তান, ইরাক, কাশ্মীরের চেয়ে ভালো অবস্থা নয় এই পশ্চিমবঙ্গের । চোখ দেখিয়ে রাজত্ব করা চলবে না । এরাজ্যে বিজেপির 130 জন কার্যকর্তা খুন হয়েছেন । আরও 100 জন প্রাণ দিতে হয় দেবেন তাও বাংলায় এবার পরিবর্তন হবেই ।" আজ রায়গঞ্জের মোহনবাটিতে "চায়ে পে চর্চা" অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।