দিল্লি যাচ্ছেন না ডিজি ও মুখ্যসচিব । আজ স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়ে জানিয়ে দিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় মুখ্যসচিব ও ডিজিকে তলব করে স্বারষ্ট্রমন্ত্রক । ১৪ ডিসেম্বর যেতে বলা হয় তাঁদের ।
2. বাতিল আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া, হতাশাগ্রস্ত চাকরিপ্রার্থীরা
বহুদিন ধরে চলা আপার প্রাইমারি স্তরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে মামলার রায় দিল আজ কলকাতা হাইকোর্ট । আর সেই রায় সামনে আসতেই হতাশাগ্রস্ত আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা । কারণ, 2016 সাল থেকে চলে আসা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করে নতুন করে প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ।
3. সিবিআইকে চিঠি শুভেন্দুর, কী লিখলেন?
কদিন আগে সংবাদ মাধ্যমে ছড়িয়েছিল সারদা কর্তা সুদীপ্ত সেনের একটি চিঠির প্রতিলিপি (ওই চিঠির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ) ৷ সেই চিঠিতে বেশ কয়েকজন রাজনৈতিক নেতার নাম উল্লেখ করে নগদ টাকা দেওয়ার কথা লিখেছিলেন সুদীপ্ত সেন ৷ তালিকায় রয়েছে শুভেন্দু অধিকারীর নামও ৷ সেই চিঠির প্রেক্ষিতে এবার সিবিআই ডিরেক্টরকে চিঠি পাঠালেন প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী ৷
4. কৃষি আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কৃষক সংগঠনগুলি
কেন্দ্রের তিনটি নয়া কৃষি আইনের বিরোধিতা করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ভারতীয় কিষান সংগঠন (ভানু) । শীর্ষ আদালতে কৃষকরা জানিয়েছেন, নয়া কৃষি আইনের কারণে লোভী পুঁজিপতিদের সামনে দুর্বল হয়ে পড়বেন তাঁরা । কৃষকরা মূল যে তিনটি আইনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন সেগুলি হল- ফারমার্স এগ্রিমেন্ট অন প্রাইস অ্য়াসুরেন্স অ্য়ান্ড ফার্ম সার্ভিস অ্য়াক্ট 2020, ফারমার্স প্রোডিউস ট্রেড অ্য়ান্ড কমার্স অ্য়াক্ট 2020 এবং এসেনশিয়াল কমোডিটিস (সংশোধনী) অ্য়াক্ট 2020 ।
5. যোধপুর পার্কের বাড়ি থেকে উদ্ধার অভিনেত্রীর মৃতদেহ
যোধপুর পার্কের বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ । দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ।