বর্তমানে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মেকানিকেল ভেন্টিলেশনে রাখা হয়েছে ৷ সেখানে অক্সিজেনের স্যাচুরেশন 95 শতাংশ বজায় রাখা হয়েছে ৷ তবে তাঁর পালস ও ব্লাড রিপোর্ট স্থিতিশীল আছে ৷ তাঁকে আইভি অ্যান্টিবডি দেওয়া হয়েছে ৷
2. কেন্দ্রের প্রস্তাব খারিজ, বড়সড় আন্দোলনের পথে কৃষকরা
ফের কেন্দ্রের প্রস্তাব খারিজ করে দিল কৃষক সংগঠনগুলি ৷ সঙ্গে আরও বড়সড় আন্দোলনের ডাক দিল তারা ৷
3. মতুয়ারা দেশের নাগরিক , তাদের আলাদা সার্টিফিকেটের দরকার নেই : মমতা
সিএএ নিয়ে কেন্দ্রকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যে সিএএ , এনসিআর করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিলেন তিনি ।
4. বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে বিমান-সূর্যরা
হাসপাতালে ভরতি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় আজ দুপুরে তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ তাঁকে দেখতে হাসপাতালে আসেন সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র ও বিমান বসু ৷ হাসপাতাল থেকে বেরিয়ে তাঁরা জানান, বুদ্ধদেববাবুর শারীরিক অবস্থা সংকটজনক ।
5. আপাতত ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে থাকছেন সৌরভ
আপাতত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি পদে থাকছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷ তাঁরই সঙ্গে সচিব পদে থাকবেন জয় শাহ ৷ আজ সুপ্রিম কোর্টে বিসিসিআইয়ের সংবিধান সংশোধন সহ রাজ্য় ক্রিকেট সংস্থার করা মামলার শুনানি ছিল ৷ সেই শুনানিতে বিসিসিআইয়ের সংবিধান সংশোধনের বিষয়টি জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত মুলতুবি করে দিয়েছে শীর্ষ আদালত ৷
6.মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এক নাম অসহিষ্ণুতা, আক্রমণ নাড্ডার