পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টপ নিউজ় @ রাত 9টা - রাত 9টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ রাত 9টা
টপ নিউজ় @ রাত 9টা

By

Published : Nov 13, 2020, 9:04 PM IST

  1. বারামুল্লায় ভারতীয় সেনার পালটা গোলাবর্ষণে নিহত 7-8 পাকিস্তানি সেনা

পাকিস্তানি সেনার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গোলা বর্ষণের পালটা দিল ভারতীয় সেনা ৷ ভারতীয় সেনা সূত্রে খবর, পালটা গোলাবর্ষণে নিহত হয়েছে 7 থেকে 8 জন পাকিস্তানি সেনা ৷ তার মধ্যে 2 থেকে 3 জন পাকিস্তানি আর্মি স্পেশাল সার্ভিস গ্রুপের কমান্ডোও আছে বলে খবর ৷

2. জঙ্গি টার্গেটে বাংলার রাজনৈতিক নেতারা, সতর্কবার্তা IB-র

সলতে পাকাচ্ছে জঙ্গিরা । বাংলায় বড়সড় নাশকতার ছক । আল-কায়েদার টার্গেট এখন বাংলার কয়েকজন রাজনীতিবিদ । আসন্ন বিধানসভা ভোটের আগেই এই রাজ‍্যে হামলা চালাতে পারে জঙ্গিরা । সূত্রের খবর, এমন সতর্কবার্তা পাঠিয়েছে IB ।

3."পরিবর্তন চেয়েছিলাম, এখনও চাই"

"পরিবর্তন চেয়েছিলাম, এখনও পরিবর্তনই চাই । যে স্বপ্ন দেখেছিলাম তা এখনও পূরণ হয়নি । কিন্তু পরিবর্তন অবশ্যই ধর্মীয় রাজনীতির দিকে চলে যাক, এটা কখনোই চাই না । " ETV ভারতে অকপট নচিকেতা চক্রবর্তী । বললেন, "আমি প্রাইভেট মার্কসিস্ট । 2011-তে পরিবর্তন চেয়েছিলাম । কিন্তু যে জন্য পরিবর্তন চেয়েছিলাম সেই স্বপ্ন পূরণ হয়নি । তাই আজও পরিবর্তন চাই ।" তবে ধর্মের সুড়সুড়ি দেওয়া রাজনীতি মেনে নিতে পারছেন না তিনি ।

4.বাংলাতে BJP-কে রুখতে তৃণমূলকে জোটের আহ্বান AIMIM-র

সদ্যসমাপ্ত বিহার নির্বাচনে বহু কেন্দ্রে ভোট কেটে মহাজোটের যাত্রাভঙ্গ করেছে আসাউদ্দিন ওয়াসির মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) । বিহার নির্বাচনে ফলাফল ঘোষণার পর রাজনৈতিক মহলের অনেকেই বলছেন যে আসলে সংখ্যালঘু ভোট ভাগ করে BJP-র সুবিধা করার জন্যই আসরে নেমেছেন AIMIM। সামনের বছর বাংলার ভোট এবং অনেকেরই আশঙ্কা যে এখানেও বহু জেলায় সংখ্যালঘু ভোট ভাগ করে BJP-র পথ মসৃণ করবে ওয়াইসি দল । এরকমই জটিল পরিস্থিতিতে " বাংলায় BJP-কে রুখতে" আসন্ন নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বধীন তৃণমূল কংগ্রেসকে খোলাখুলি জোটের আহ্বান জানাল AIMIM নেতৃত্ববৃন্দ ।

5. ডিসেম্বরের মধ্যেই দেশে 10 কোটি কোরোনা ভ্যাকসিন, আশ্বাস সেরাম ইনস্টিটিউটের

ডিসেম্বরের মধ্যে 10 কোটি কোরোনা প্রতিষেধক তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া । সেরাম ইনস্টিটিউটের চিফ একজ়িকিউটিভ অফিসার আদর পুনাওয়ালা এই কথা জানিয়েছেন । এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুনাওয়ালা বলেছেন, "ভ্যাকসিনের শেষ পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ যদি সফল হয়, তবে আপদকালীন পরিস্থিতিতে এই ভ্যাকসিন প্রয়োগের অনুমতিও পেতে পারে সেরাম ইনস্টিটিউট ।"

6. সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের, 4 জওয়ান-সহ নিহত 7

ফের রক্তাক্ত ভারত-পাকিস্তান সীমান্ত । আজ দুপুরে সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান । এলোপাথারি গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান । পাকিস্তানের গোলাবর্ষণে শহিদ হন চার জওয়ান । নিহত হয়েছেন আরও তিন গ্রামবাসী । জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকার ঘটনা ।

7. আমফান : বাংলাকে দ্বিতীয় দফায় 2707 কোটি টাকা দেবে কেন্দ্র

বিধ্বংসী ঘূর্ণিঝড়ের পর পরিস্থিতি পরিদর্শনে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ত্রাণ ও পুনর্গঠনের জন্য 1 হাজার কোটি টাকা সাহায্য করেছিলেন তিনি । আমফান মোকাবিলার জন্য এবার বাংলাকে দ্বিতীয় দফায় 2707 কোটি টাকা অর্থ সাহায্য করবে কেন্দ্র ।

8. জামুড়িয়ায় 4 জনকে পিটিয়ে খুন

জামুড়িয়ার শিবপুর এলাকায় চারজনকে পিটিয়ে খুন । সরকারি দেশি মদের দোকানের তিন কর্মীকে ঘুমন্ত অবস্থায় কাঠ দিয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠল সাধু মাঝি নামে এক ব্যক্তির বিরুদ্ধে । বাধা দিতে গেলে আর একজনকেও পিটিয়ে মারা হয় বলে অভিযোগ । অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ।

9. চিনা দ্রব্য বর্জনের ডাক শুভেন্দুর গলায়

কিছুদিন আগেই নন্দীগ্রামে "ভারতমাতা জিন্দাবাদ" বলে ধ্বনি দিয়েছিলেন তিনি ৷ আজ তমলুকে কালীপুজোর উদ্বোধনে এসে তাঁর গলায় ফের জাতীয়তাবাদের সুর ৷ চিনা দ্রব্য বর্জনের ডাক দিলেন শুভেন্দু অধিকারী ৷ শুক্রবার মন্ত্রী শুভেন্দু অধিকারী তমলুকের উত্তরণ ক্লাবের কালীপুজোর উদ্বোধন করেন। সাংবাদিকদের তিনি বলেন," কোরোনা আবহে এবছরের পরিবেশটা একটু অন্যরকমের ৷ স্বাস্থ্যবিধি মেনে আদালতের নির্দেশ মেনে আমরা যেভাবে শারদ উৎসব পালন করেছি সেভাবেই কালীপুজোও পালন করব।" চিনের আক্রমণে ভারতের বীর জওয়ানদের শহিদ হওয়ার ঘটনা মনে করিয়ে দিয়ে তিনি এদিন চিনের দ্রব্য টুনি বাল্ব বর্জনের আহ্বান জানান ৷

10.রাহুল "নার্ভাস ও অপরিণত", নিজের বইতে উল্লেখ ওবামার

‘আ প্রমিসড ল্য়ান্ড’ বইটিতে রাহুলকে নার্ভাস এবং অপরিণত বলে উল্লেখ করেছেন বারাক ওবামা ৷ সেখানে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, রাহুল গান্ধির আচরণ একজন পড়ুয়ার মত ৷ তবে, শুধু রাহুল গান্ধি নন ৷ ওবামার লেখা বইয়ে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির বিষয়েও উল্লেখ রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details