সামাজিক দূরত্ববিধি উধাও লোকাল ট্রেনে । গা ঘেঁষাঘেঁষি করেই বসে থাকতে দেখা গেল যাত্রীদের । হুঁশ নেই RPF কিংবা GRP-র । ট্রেন চালু হওয়ার প্রথম দিনই এই ছবি দেখা গেল শিয়ালদা-বনগাঁ শাখার গুরুত্বপূর্ণ বারাসত জংশন স্টেশনে । এর থেকে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
2. কেউ বললেন কোনও সিস্টেম নেই, ভিড় দেখে কেউ বললেন সংক্রমণ বাড়বে
সাত মাসেরও বেশি সময় পর আজ থেকে রাজ্যে চালু হয়েছে লোকাল ট্রেন ৷ তবে কতটা স্বাস্থ্যবিধি মানা হচ্ছে ? এই বিষয়ে কেউ বলছেন, "কোনও সিস্টেম নেই ৷ এক ঘণ্টা পর একটা ট্রেন ৷ অফিস যেতে এমনই দেরি হয়ে যাচ্ছে ৷ এতদিন পর যখন ট্রেন চালু হয়েছে তাহলে কেন কোনও সিস্টেম তৈরি করা হয়নি ?"
3. কর্নাটক থেকে ধৃত লস্কর জঙ্গি, যোগাযোগ ছিল তানিয়া পারভিনের সঙ্গে
জঙ্গি বিরোধী অভিযানে বড় সাফল্য পেল NIA । আজ সকালে কেন্দ্রীয় তদন্তকারী দলের কলকাতা শাখার গোয়েন্দারা লস্কর-ই-তইবার এক জঙ্গিকে কর্নাটক থেকে গ্রেপ্তার করেন । ধৃত ইদ্রিস নবি জঙ্গি সংগঠনের জন্য অর্থ সংগ্রহের কাজ করত বলে প্রাথমিকভাবে জানা গেছে ।
4. রাজ্যে আতসবাজি নিষিদ্ধই, বাজি ব্যবসায়ীদের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের
আতসবাজি নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেছিলেন বাজি ব্যবসায়ীরা । আজ তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ।
5. হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিহার জয় NDA-র, একক বৃহত্তম দল RJD
NDA শিবিরকে প্রতিমুহূর্তে কাঁটায় কাঁটায় কট্টর দিয়েছে RJD-বাম-কংগ্রেসের মহাজোট ৷ তবে শেষ পর্যন্ত ম্যাজিক ফিগার পার করে যায় NDA শিবির ৷ এদিকে বিহারে একক দল হিসাবে সবথেকে বেশি আসন নিজেদের দখলে রাখন তেজস্বী যাদবের দল ৷ 75 টি আসন পেয়েছে RJD ৷