পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Nov 6, 2020, 3:04 PM IST

ETV Bharat / state

টপ নিউজ় @ দুপুর 3টে

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়

  1. পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে অমিত শাহ

অজয় চক্রবর্তীর বাড়িতে 12টা 5 নাগাদ আসেন অমিত শাহ ৷ বেলা সাড়ে 12টা নাগাদ বেরিয়ে যান তিনি ৷

2. তোষণের রাজনীতি বাংলার ঐতিহ্যে আঘাত করেছে, দক্ষিণেশ্বরে বললেন অমিত শাহ

বাংলার হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনতে হবে : অমিত শাহ

3. বাংলার হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনতে হবে : অমিত শাহ

আজ দক্ষিণেশ্বরে পুজো দিতে এসে অমিত শাহ বাংলার আধ্যাত্মিক গরিমার কথা তুলে ধরেন অমিত শাহ । বলেন, বাংলার এই ভূমি পবিত্র ভূমি । বাংলার হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনতে হবে ।

4. দক্ষিণেশ্বরে পুজো দিলেন অমিত শাহ

রাজ্য সফরের দ্বিতীয় দিন দক্ষিণেশ্বরে পুজো দিয়ে শুরু করলেন অমিত শাহ । সঙ্গে ছিলেন বঙ্গ BJP-র নেতা নেত্রীরা ।

5. গোরুপাচার মামলায় গ্রেপ্তার এনামুল

আজ সকালে দিল্লি থেকে গ্রেপ্তার গোরু পাচার মামলায় মাথা এনামুল হক গোলাম মোস্তফা ৷ CBI-এর দুর্নীতি দমন শাখার হাতে গ্রেপ্তার হয় সে ৷

6. জামালপুরে বালির লরি উলটে মৃত একই পরিবারের 3, দেহ আটকে বিক্ষোভ

বালির গাড়ি উল্টে একই পরিবারের তিন জনের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের জামালপুর এলাকা । রাতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি গাড়িও ভাঙচুর করা হয় ।

7. অমিত শাহের সঙ্গে বৈঠক শোভন-বৈশাখির

এবার কি তবে BJP-তে সক্রিয় হচ্ছেন শোভন চট্টোপাধ্য়ায়? বৃহস্পতিবার রাতে নিউটাউনে অমিত শাহর সঙ্গে শোভন ও বৈশাখির সাক্ষাতের পর সেই সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে ৷ বৃহস্পতিবার রাতে শোভন-বৈশাখিকে আলাদাভাবে সাক্ষাতের জন্য় ডেকে পাঠান অমিত শাহ ৷ BJP-র সর্বভারতীয় প্রাক্তন সভাপতির ডাক এবারে আর ফেরাতে পারেননি শোভন চট্টোপাধ্য়ায় ৷ রাতেই অমিত শাহ-র সঙ্গে দেখা করলেন তিনি ৷

8. এগিয়ে বাইডেন, ভোটে কারচুপির অভিযোগে অনড় ট্রাম্প

অ্যামেরিকায় চলছে ভোট গণনা । গণনা শুরুর পর থেকে একে অপরকে টক্কর দিয়েছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প । একের পর এক আসনে জিতে ট্রাম্পকে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন বাইডেন ।

9. ভ্যারিকোস ভেইনস

দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়ের নিচের দিকের অংশে রক্ত জমে যেতে পারে, যাকে ভ্যারিকোস ভেইনস বলা হয় । ট্র্যাফিক পুলিশকর্মী, গৃহবধূ যাঁরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করেন, বাস কন্ডাক্টর, সেলসম্যানসহ অনেকের ক্ষেত্রে সাধারণভাবে এই উপসর্গ দেখা যায় । জানুন কী করা উচিত এক্ষেত্রে ।

10. বাইডেন জিতলে ভারতের পক্ষে শুভ ইঙ্গিত; মত রাষ্ট্রবিজ্ঞানী, অর্থনীতিবিদ ও রাজনীতিবিদদের

যতই সময় গড়াচ্ছে অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী, জো বাইডেনের জয়ের মার্জিন বাড়ছে অধুনা প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের থেকে। এখনও পর্যন্ত পাওয়া ফলাফলের ইঙ্গিত যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানী, অর্থনীতিবিদ এবং রাজনৈতিক মহলের একাংশ ।

ABOUT THE AUTHOR

...view details