পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টপ নিউজ় @ রাত 9 টা - 9 জুলাই থেকে রাজ্যের কনটেনমেন্ট জ়োনগুলিতে ফের কড়া লকডাউন

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

ছবি
ছবি

By

Published : Jul 7, 2020, 9:04 PM IST

1. একদিনে সর্বোচ্চ, রাজ্যে কোরোনায় মৃত 25

আজ রাজ্য়ে মোট 25 জনের মৃত্যু হয়েছে । এর জেরে রাজ্যে মোট মতের সংখ্য়া বেড়ে দাঁড়াল 804।

2. 9 জুলাই থেকে রাজ্যের কনটেনমেন্ট জ়োনগুলিতে ফের কড়া লকডাউন

রাজ্যের কনটেনমেন্ট জ়োনগুলিতে 9 জুলাই থেকে ফের কড়াভাবে পালন করা হবে লকডাউন ৷ রাজ্য সরকারের তরফে দেওয়া নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত বিধিনিষেধও ৷

3. 2 সন্তানকে নিয়ে রেললাইনে ঝাঁপ কোরোনায় মৃতের স্ত্রীর

আত্মহত্যার চেষ্টা করলেন কোরোনায় মৃতের স্ত্রী । গতকাল কোরোনায় আক্রান্ত হয়ে মারা যান তাঁর স্বামী ৷

3. 2020-21 শিক্ষাবর্ষে 30 শতাংশ সিলেবাস কমানোর সিদ্ধান্ত CBSE-র

কোরোনা ভাইরাস সংক্রমণের কারণে কমেছে শিক্ষাবর্ষের সময় ৷ এই পরিবর্তিত পরিস্থিতিতে পড়ুয়াদের উপর চাপ কমাতে 30 শতাংশ সিলেবাস হ্রাস করার সিদ্ধান্ত নিল CBSE ৷

4.কোরোনার থাবা এবার স্বাস্থ্যভবনে, আক্রান্ত 20

কোরোনায় আক্রান্ত এই 20 জন COVID-19 নিয়ন্ত্রণের জন্য সেলে ডিউটি করতেন বলে জানা গেছে ৷

5. অ্যামেরিকাতেও নিষিদ্ধ হতে পারে টিকটক-সহ চিনা অ্যাপ

কোরোনা ভাইরাস-সহ একাধিক বিষয়ে চিনের সঙ্গে দীর্ঘসময় ধরে মনোমালিন্য চলছে অ্যামেরিকার ৷ এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন তাদের দেশে চিনা অ্যাপ নিষিদ্ধ করতে পারে বলে ইঙ্গিত দিলেন অ্যামেরিকার স্বরাষ্ট্রসচিব মাইক পম্পেও ৷

6. কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ বাম-কংগ্রেসের

আজ দেশ ও জনবিরোধী কাজের জন্য প্রতিবাদ কর্মসূচি পালন কংগ্রেস ও বাম দলগুলি ৷ বিড়লা তারামণ্ডলের পাশে এটি অনুষ্ঠিত হয় ৷

7. চিনের পিছু হঠাতে প্রমাণ হয় ওরা অনুপ্রবেশ করেছিল, টুইট অধীরের

আজ অধীর চৌধুরি টুইট করেন, "ভারতীয় সেনার মতো হিমালয়ের অতিরিক্ত ঠান্ডা আবহাওয়া সহ্য করতে অভ্যস্ত না হওয়ায় চিনা সেনা পিছু হঠতে পারে ৷ তবে, এটা আবারও আমাদের যুক্তির সত্যতাই প্রমাণ করে যে, তারা আমাদের অঞ্চলে অনুপ্রবেশ করেছিল ৷"

8. "চিনকে বিশ্বাস করবেন না'', 62-র স্মৃতি উসকে দিল্লিকে সতর্কবার্তা নেটিজ়েনদের

চিনা সেনা পিছু হটেছে ৷ কিন্তু, চিনকে বিশ্বাস করতে নারাজ নেটিজ়েনরা ৷ অনেকেই 1962-র স্মৃতি উসকে কেন্দ্রকে সতর্ক করে টুইট করেছেন ৷

9. খরাজের জন্মদিন, শুভেচ্ছা "ছাত্র" রুদ্রনীলের

দেখলে হয়তো বোঝা যাবে না, কিন্তু 57 বছর বয়স খরাজ মুখোপাধ্য়ায়ের । আজ তাঁর 57 তম জন্মদিন । আর এই বিশেষ দিনটিতে রুদ্রনীল ঘোষ কিন্তু শুভেচ্ছা জানাতে ভুললেন না ।

10. কোরোনায় বিদ্ধ দেশ, বিজ্ঞাপনে না ধোনির

কোরোনার সংক্রমণের জেরে বিজ্ঞাপন করতে রাজি নন মহেন্দ্র সিং ধোনি ৷

ABOUT THE AUTHOR

...view details