1. বিজেপি কর্মীর মৃত্য়ুর তদন্তভার ‘সিআইডি’কে
গতকাল উত্তরকন্য়া অভিযানে বিজেপি কর্মীর অস্বাভাবিকভাবে মৃত্য়ু নিয়ে এবার সরগরম রাজ্য় রাজনীতি ৷ ইতিমধ্য়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ ৷ আর এসবের মাঝেই, বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্য়ু নিয়ে বিবৃতি দিল রাজ্য় পুলিশ ৷ সেখানে প্রশাসনের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী ‘শট গানের আঘাতে’ মৃত্য়ু হয়েছে ৷
2. উত্তরবঙ্গ লাইভ : মৃত্যুতদন্তে চক্রান্তের অভিযোগ, বনধ সমর্থনে পথে বিজেপি
বনধের সামর্থনে রাস্তা অবরোধ করায় কোচবিহারে আটক 15 বিজেপি কর্মী ৷
3. লাইভ : কোথাও মিছিল, কোথাও ট্রেন-বাস অবরোধ, বনধ সমর্থনে পথে বাম থেকে তৃণমূল
কৃষক সংগঠনের ডাকা ভারত বনধের মিশ্র প্রভাব পশ্চিমবঙ্গে । যাদবপুর, ধর্মতলা , হাওড়া থেকে শুরু করে রাজ্যের নানা প্রান্তে বনধের প্রভাব চোখে পড়েছে । যাদবপুর 8 বি স্ট্যান্ডের পাশাপাশি রেল অবরোধ করেন বনধ সমর্থকরা । রেল অবরোধ হয় কাঁচড়াপাড়া , বালুরঘাট , হাওড়া , উলুবেড়িয়া-সহ একাধিক জায়গায় ।
4. লাইভ : সিঙ্ঘু সীমান্তে বিক্ষোভ চলাকালীন মৃত এক কৃষক
অরবিন্দ কেজরিওয়ালকে গৃহবন্দী করল দিল্লি পুলিশ । গতকাল সিঙ্ঘু সীমান্তে কৃষকদের সঙ্গে দেখা করার পরই তাঁকে গৃহবন্দী করা হয় । সিঙ্ঘু সীমান্তে বিক্ষোভ চলাকালীন মৃত্যু হল এক কৃষকের ।
5. যাদবপুরে প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়ালেন সুজন
কৃষকদের ডাকা বনধের সমর্থনে সকাল থেকে যাদবপুরের রাস্তায় বাম নেতা-কর্মীরা । যাদবপুর স্টেশনে আপ ও ডাউন লাইনে অবরোধ করেন তাঁরা। সকাল 8টা 40 থেকে শুরু হয় অবরোধ ৷ প্রায় 40 মিনিট ধরে চলে। অপরদিকে, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে যাদবপুর 8বি থেকে মিছিল বের হয় ৷ পোড়ানো হয় প্রধানমন্ত্রীর কুশপুতুল।