1. "কাদের বলবেন ভিতরের লোক", বহিরাগত প্রশ্নে পালটা অনুরাগের
"ভারত সরকারের কোনও মন্ত্রীর পশ্চিমবঙ্গে আসা ক্ষেত্রে যদি কেউ বলে বাইরে থেকে এসেছেন, তাঁদের আমি জিজ্ঞেস করব কারা আসলে বলবেন এখানকার লোক ? ভারত সরকারের কোনও মন্ত্রীর পশ্চিমবঙ্গে আসা কি অপরাধ ? ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লোক এসে পশ্চিমবঙ্গকে দাঁড় করানোর চেষ্টা করেছেন । তাহলে কি ওটা অপরাধ ? ভারতের কোনও মন্ত্রী কি পশ্চিমবঙ্গে আসতে পারবেন না? " মুখ্যমন্ত্রী তথার রাজ্যের শাসকদলের নেতারা বিভিন্ন সময়ে দিল্লি থেকে আসা বিজেপি নেতাদের বহিরাগত তকমা দিয়েছেন । সেই প্রসঙ্গেই আজ কলকাতা বিমানবন্দরে এই বার্তা দিলেন অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর ।
2. আগামীকাল সৌরভকে দেখবেন দেবী শেটি, আজ পরিবারের সঙ্গে বৈঠক মেডিকেল বোর্ডের
সৌরভ গঙ্গোপাধ্যায় এখন অনেকটাই ভালো আছে । গতকাল রাতে তিনি ভাত, ডাল, পোস্ত, সবজি খেয়েছেন। তাঁর পরবর্তী চিকিৎসা পদ্ধতি ঠিক কোন পথে এগোবে, সে নিয়ে আজ সিদ্ধান্ত নেবে ৯ সদস্যের একটি মেডিকেল বোর্ড ।
3. কেন্দ্র অনুমতি দিলে হাজার টাকায় কোভিশিল্ড বিক্রি করবে সেরাম : পুনাওয়ালা
সেরামের প্রধান আদর পুনাওয়ালা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রথম একশো মিলিয়ন ডোজ় পাওয়া যাবে মাত্র 200 টাকায়। এর পর টেন্ডার ডাকা হবে। তার পর বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে এই ভ্যাকসিন কিনতে পারবে সাধারণ মানুষ।
4. আসাদউদ্দিন ওয়েইসি ফিরে যেতেই ফুরফুরায় মলয় ঘটক
গতকাল রাতে ত্বহা সিদ্দিকীর সঙ্গে দেখা করেন তিনি । ঘরের মধ্যে বেশ কিছুক্ষণ কথা বলেন । কথাবার্তার পর ছোটো উপহার দিয়ে বিদায় নেন মন্ত্রী । তবে বৈঠকের কারণ জানা যায়নি ।
5. কালিম্পঙে বর্ষবরণের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত 2
গতরাতে কালিম্পঙের মেলা গ্রাউন্ডে বর্ষবরণ উপলক্ষ্যে গানের অনুষ্ঠানের আয়োজন করা হয় । যে কারণে মাঠে ভিড় উপচে পড়ে । প্রবেশপথে এতটাই ভিড় হয় যে অনেকেই পড়ে যান । পদপিষ্ট হয়ে দু'জনের মৃত্যু হয় । সাতজন আহত হয়েছেন ।