1. বর্ষবরণের উৎসবে বাড়তি জমায়েত নয়, নির্দেশ হাইকোর্টের
কোনও অবস্থাতেই যাতে কোরোনা সংক্রান্ত বিধি লঙ্ঘিত না হয়, তা নিশ্চিত করার জন্য জানিয়েছে আদালত । মাস্ক পরা বাধ্যতামূলক করার জন্যও বলা হয়েছে ।
2. জানুয়ারিতে ঠাকুরবাড়িতে শাহ, কথা হবে সিএএ নিয়ে; জানালেন শান্তনু
বিজেপির টিকিটে বনগাঁর সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকেই শান্তনু ঠাকুর মতুয়াদের নাগরিকত্বের দাবিতে সরব । এদিকে সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হলেও এখনও তা কার্যকর হয়নি । শান্তনু যা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশও করেছেন । অবশেষে ঠাকুরনগরে সিএএ নিয়ে কথা বলতে আসছেন শাহ ৷ জানালেন বনগাঁর বিজেপি সাংসদ ৷
3. বিজেপির কেন্দ্রীয় নেতারা বহিরাগত, জানেন না বাংলার সম্পর্কে : মমতা
ভোটের আগে বিজেপি টাকা দিয়ে বিধায়ক কিনছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এভাবে তৃণমূলকে ভাঙা যাবে না বলেও দাবি করেছেন তিনি। প্রসঙ্গত, কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারী-সহ একাধিক জন প্রতিনিধি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁদের উদ্দেশ্যেই এই মন্তব্য বলে মনে করা হচ্ছে।
4. অনুব্রত-র হুঁশিয়ারির পর বিশ্বভারতীর ভিতরে তৃণমূলের পতাকা
মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে থাকাকালীন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভিতরে এবার তৃণমূলের দলীয় পতাকা লাগিয়ে দেওয়া হল । এর আগে বিশ্বভারতীর ভিতরে কোনও রাজনৈতিক দলের পতাকা, ব্যানার দেখা যায়নি । প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল সাংবাদিক বৈঠক করে হুঁশিয়ারি দিয়েছিলেন, "বিশ্বভারতীর উপাচার্য যদি পাগলামি না ছাড়েন, তাহলে এবার বিশ্বভারতীর ভিতরে গিয়ে ফ্ল্যাগ লাগিয়ে দেব । এবার সরাসরি বিশ্বভারতীতে রাজনীতি করব।" তারপরেই বিশ্বভারতীর ঐতিহ্যবাহী তালধ্বজ, তিন পাহাড়ের বেড়া জুড়ে দেখা গেল তৃণমূলের দলীয় পতাকা ।
5. পদযাত্রায় বাইরের মানুষ, জোরজুলুমের রাজনীতি তৃণমূলের : অনুপম
বোলপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রাকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা । তিনি বলেন,"তৃণমূল বাইরে থেকে লোক এনে এই পদযাত্রা করছে । মুখ্যমন্ত্রীর আজ বোলপুরের পদযাত্রায় বিহার, ঝাড়খন্ড ও অন্য জেলা থেকে লোক এনেছে । বাসের নাম্বার প্লেট নেই । অনুব্রত মণ্ডল বলেছিলেন দু'লাখ স্থানীয় লোক হবে, কিন্তু 20 হাজারেরও বেশি জোগাড় করতে পারেননি । বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের পতাকায় মুড়ে ফেলা হয়েছে। এটা দেখেই বোঝা যায় তৃণমূলের সংস্কৃতির কী অবস্থা ।"